নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তাৎক্ষণিক নিবন্ধনের মাধ্যমে গত ৭ আগস্ট শুরু হয়েছিল বিশেষ টিকা ক্যাম্পেইন। সপ্তাহব্যাপী সেই ক্যাম্পেইনে প্রায় অর্ধকোটি মানুষকে দেওয়া হয়েছিল টিকা। এবার প্রধানমন্ত্রীর জন্মদিনকে ঘিরে একইভাবে পৌনে এক কোটি মানুষকে টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। তবে আবারও সামনে এসেছে টিকা পাওয়া নিয়ে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি।
ইতিমধ্যে দেশের সব বিভাগীয় নগরী, জেলা ও উপজেলায় বরাদ্দ অনুযায়ী টিকা পৌঁছে দেওয়া হয়েছে। গতকাল সোমবার সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) অফিসে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্তে টিকা পাঠানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কর্মকর্তা-কর্মচারীরা। প্রাইভেট কারে ও কাভার্ড ভ্যানে পাঠানো হচ্ছে টিকা, সিরিঞ্জসহ অন্যান্য চিকিৎসাসামগ্রী। এ সময় একজন বললেন, ‘ঢাকার বাইরে টিকাগুলো নেওয়া হচ্ছে। আশা করা যায় সময়মতো পৌঁছাতে পারব।’
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সারা দেশে প্রায় ৪ হাজার ৬০০ ইউনিয়নে এবং ১ হাজার ৫৪টি পৌরসভার ৪৪৩টি ওয়ার্ডে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে টিকা দেওয়া হবে। যেখানে ৬ হাজার টিকাকেন্দ্রের ১৬ হাজার ১৮৩টি বুথ থাকবে। এর মধ্যে প্রতিটি ইউনিয়ন ও সিটি করপোরেশনে তিনটি এবং পৌরসভায় থাকবে একটি করে বুথ।
দেশের ৮০ শতাংশ মানুষকে করোনা-ভাইরাস প্রতিরোধী টিকা দেওয়ার অংশ হিসেবে আজ সারা দেশে চলবে এই টিকাদান। তবে এসএমএস ছাড়া কেউ টিকা পাবেন না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কর্মসূচি শুরুর আগেই বিপুলসংখ্যক টিকাপ্রত্যাশীকে এসএমএস পাঠানোর কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গতকাল অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ‘এই ক্যাম্পেইনে আগে থেকে নির্ধারিত জনগোষ্ঠীকে এসএমএসের মাধ্যমে টিকা দেওয়া হবে। ২৫ বছর থেকে নেওয়া যাবে টিকা, আগের ন্যায় অগ্রাধিকার পাবেন চল্লিশোর্ধ্ব বয়সী। এ ছাড়া শারীরিক প্রতিবন্ধী ও নারীদেরও অগ্রাধিকার তালিকায় বিবেচনায় রাখা হচ্ছে। এবারের ক্যাম্পেইনে গর্ভবতী ও প্রসূতি মায়েরা টিকা পাবেন না।’ তিনি বলেন, ‘এটি আসলে গণটিকা নয়, প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন।’
এর আগে ৭ আগস্ট শুরু হওয়া গণটিকায় প্রায় ৪৮ লাখ টিকা দেওয়া হয়। জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তাৎক্ষণিক নিবন্ধনের মাধ্যমে দেওয়া হয় এই টিকা।
গণটিকা হলেও সে সময় টিকা নিতে আসা মানুষেরা একে গণভোগান্তি বলে অভিযোগ করেছিলেন। এবারও সেই শঙ্কা কাজ করছে। খুলনা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, এবার যেহেতু নির্দিষ্ট ব্যক্তি এবং টিকা ফুরিয়ে না যাওয়া পর্যন্ত দেওয়া হবে, তাই বিশৃঙ্খলা হওয়ার শঙ্কা তেমনটা নেই।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, প্রতিটি ইউনিয়নে ১৫০ জন ও পৌরসভায় ১৫টি ওয়ার্ডে ৫০০ জন করে মোট ৭৬ হাজার ৫০০ জনকে টিকা দেওয়া হবে। এসএমএসের পাশাপাশি নিবন্ধনকারীরা কার্ড নিয়ে এলেই টিকা পাবেন।
এর আগে রোববার জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলেই টিকা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। এখন সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, মন্ত্রী না জেনে এটা বলেছেন। আর টিকা বিতরণ কর্মসূচির সদস্যসচিব ডা. শামসুল হক বলেন, স্বাস্থ্যমন্ত্রী একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর কথা বলেছেন। যাঁদের বয়স ৬০ বছরের ওপরে। এটা সবার জন্য নয়।
তাৎক্ষণিক নিবন্ধনের মাধ্যমে গত ৭ আগস্ট শুরু হয়েছিল বিশেষ টিকা ক্যাম্পেইন। সপ্তাহব্যাপী সেই ক্যাম্পেইনে প্রায় অর্ধকোটি মানুষকে দেওয়া হয়েছিল টিকা। এবার প্রধানমন্ত্রীর জন্মদিনকে ঘিরে একইভাবে পৌনে এক কোটি মানুষকে টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। তবে আবারও সামনে এসেছে টিকা পাওয়া নিয়ে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি।
ইতিমধ্যে দেশের সব বিভাগীয় নগরী, জেলা ও উপজেলায় বরাদ্দ অনুযায়ী টিকা পৌঁছে দেওয়া হয়েছে। গতকাল সোমবার সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) অফিসে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্তে টিকা পাঠানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কর্মকর্তা-কর্মচারীরা। প্রাইভেট কারে ও কাভার্ড ভ্যানে পাঠানো হচ্ছে টিকা, সিরিঞ্জসহ অন্যান্য চিকিৎসাসামগ্রী। এ সময় একজন বললেন, ‘ঢাকার বাইরে টিকাগুলো নেওয়া হচ্ছে। আশা করা যায় সময়মতো পৌঁছাতে পারব।’
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সারা দেশে প্রায় ৪ হাজার ৬০০ ইউনিয়নে এবং ১ হাজার ৫৪টি পৌরসভার ৪৪৩টি ওয়ার্ডে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে টিকা দেওয়া হবে। যেখানে ৬ হাজার টিকাকেন্দ্রের ১৬ হাজার ১৮৩টি বুথ থাকবে। এর মধ্যে প্রতিটি ইউনিয়ন ও সিটি করপোরেশনে তিনটি এবং পৌরসভায় থাকবে একটি করে বুথ।
দেশের ৮০ শতাংশ মানুষকে করোনা-ভাইরাস প্রতিরোধী টিকা দেওয়ার অংশ হিসেবে আজ সারা দেশে চলবে এই টিকাদান। তবে এসএমএস ছাড়া কেউ টিকা পাবেন না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কর্মসূচি শুরুর আগেই বিপুলসংখ্যক টিকাপ্রত্যাশীকে এসএমএস পাঠানোর কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গতকাল অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ‘এই ক্যাম্পেইনে আগে থেকে নির্ধারিত জনগোষ্ঠীকে এসএমএসের মাধ্যমে টিকা দেওয়া হবে। ২৫ বছর থেকে নেওয়া যাবে টিকা, আগের ন্যায় অগ্রাধিকার পাবেন চল্লিশোর্ধ্ব বয়সী। এ ছাড়া শারীরিক প্রতিবন্ধী ও নারীদেরও অগ্রাধিকার তালিকায় বিবেচনায় রাখা হচ্ছে। এবারের ক্যাম্পেইনে গর্ভবতী ও প্রসূতি মায়েরা টিকা পাবেন না।’ তিনি বলেন, ‘এটি আসলে গণটিকা নয়, প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন।’
এর আগে ৭ আগস্ট শুরু হওয়া গণটিকায় প্রায় ৪৮ লাখ টিকা দেওয়া হয়। জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তাৎক্ষণিক নিবন্ধনের মাধ্যমে দেওয়া হয় এই টিকা।
গণটিকা হলেও সে সময় টিকা নিতে আসা মানুষেরা একে গণভোগান্তি বলে অভিযোগ করেছিলেন। এবারও সেই শঙ্কা কাজ করছে। খুলনা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, এবার যেহেতু নির্দিষ্ট ব্যক্তি এবং টিকা ফুরিয়ে না যাওয়া পর্যন্ত দেওয়া হবে, তাই বিশৃঙ্খলা হওয়ার শঙ্কা তেমনটা নেই।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, প্রতিটি ইউনিয়নে ১৫০ জন ও পৌরসভায় ১৫টি ওয়ার্ডে ৫০০ জন করে মোট ৭৬ হাজার ৫০০ জনকে টিকা দেওয়া হবে। এসএমএসের পাশাপাশি নিবন্ধনকারীরা কার্ড নিয়ে এলেই টিকা পাবেন।
এর আগে রোববার জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলেই টিকা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। এখন সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, মন্ত্রী না জেনে এটা বলেছেন। আর টিকা বিতরণ কর্মসূচির সদস্যসচিব ডা. শামসুল হক বলেন, স্বাস্থ্যমন্ত্রী একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর কথা বলেছেন। যাঁদের বয়স ৬০ বছরের ওপরে। এটা সবার জন্য নয়।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৬ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৬ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৬ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫