Ajker Patrika

সভাপতি ও সম্পাদক পদ চান ১৫ জন

শাহীন রহমান, পাবনা 
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৫৮
সভাপতি ও সম্পাদক পদ চান ১৫ জন

তিন বছর মেয়াদি কমিটি তিন বছর আগেই শেষ হয়েছে। অবশেষে সাত বছর পর ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। কেন্দ্রীয় নেতাদের কাছে দৌড়ঝাঁপ চলছে। শহর ও আশপাশে নানা রঙের ফেস্টুন, ব্যানার, পোস্টারে ভরে গেছে। নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। কে বা কারা হচ্ছেন জেলা আওয়ামী লীগের নতুন কান্ডারি এই নিয়ে চলছে আলোচনা।

এর আগে ২০১৪ সালের ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল পাবনা জেলা আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলনের পর সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা হলেও এর ১৫ মাস পরে ৯৩ সদস্যের জেলা কমিটির পূর্ণাঙ্গ অনুমোদন দেয় কেন্দ্রীয় আওয়ামী লীগ।

সম্মেলনস্থল পাবনা পুলিশ লাইনস মাঠে চলছে মঞ্চ নির্মাণের কাজ। সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রহমান।

এদিকে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের সমর্থক ও নেতা-কর্মীরা বিভিন্নভাবে তাঁদের পছন্দের প্রার্থীদের নাম জানান দিচ্ছেন। তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিচ্ছেন। এ ছাড়া স্থানীয় গণমাধ্যমে চলছে প্রচার।

গতকাল বুধবার পর্যন্ত সভাপতি পদপ্রত্যাশী কমপক্ষে আটজনের নাম শোনা যায়। তাঁরা হলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল, সাবেক সাধারণ সম্পাদক ও পাবনা-১ আসনের সাংসদ শামসুল হক টুকু, পাবনা-২ আসনের সাবেক সাংসদ খন্দকার আজিজুল হক আরজু, পাবনা-৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, জেলা কৃষক লীগের সভাপতি তৌফিকুর রহমান তৌফিক, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা আক্তার জলি।

সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী সাতজনের নাম জানা গেছে। তাঁরা হলেন জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ও পাবনা সদর আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্স, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিলায়েত আলী বিল্লু, পাবনা পৌরসভার সাবেক মেয়র কামরুল হাসান মিন্টু, কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল আলীম, কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপ-কমিটির সদস্য মাজাহারুল ইসলাম মানিক।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি বলেন, সম্মেলন সফল করতে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। শান্তিপূর্ণভাবে সম্মেলন সফল করতে নেতা-কর্মীরা অক্লান্ত পরিশ্রম করছেন। সম্মেলনে আবার সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল বলেন, পাবনা জেলায় দলীয়ভাবে কোনো কোন্দল, বিশৃঙ্খলা নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত