Ajker Patrika

ইবি কর্মকর্তাদের কর্মবিরতি পালন

ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ২০
ইবি কর্মকর্তাদের কর্মবিরতি পালন

কর্মঘণ্টা কমানো, বেতনের নীতিমালা পরিবর্তন ও চাকরির বয়সসীমা ৬২-এ উন্নীতকরণের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তারা কর্মবিরতি পালন করেছেন। গতকাল শনিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন তাঁরা।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা সহকারী রেজিস্ট্রার পদে ৩৫ হাজার ৫০০ ও উপরেজিস্ট্রার বা সমমান পদে ৫০ হাজার টাকা বেতন স্কেলের দাবি করে আসছেন। আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২০১৯ সালে ২৪৭তম সিন্ডিকেট সভায় শর্তসাপেক্ষে দাবি মেনে নেয় তৎকালীন প্রশাসন। এতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ফলাফল ও চাকরির সময়ে কিছু শর্ত আরোপ করা হয়। এ ছাড়া কোনো প্রশাসনিক জটিলতা সৃষ্টি হলে এ সুবিধা সংশোধনের কথা বলে প্রশাসন। এতে শিক্ষাগত যোগ্যতার শর্ত অনুযায়ী এ বেতন স্কেল থেকে বঞ্চিত কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে ২৫৪তম সিন্ডিকেট সভায় সবার জন্য একই স্কেল নির্ধারণ করা হয়। এতে সহকারী রেজিস্ট্রার হওয়ার ছয় বছর ও উপরেজিস্ট্রার হওয়ার পাঁচ বছর পর স্কেল কার্যকর হওয়ার কথা উল্লেখ করা হয়।

সিন্ডিকেট সভার এ সিদ্ধান্তে গতকাল এক ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়। এতে শিক্ষার্থীরা কাগজপত্র উত্তোলনসহ বিভিন্ন প্রশাসনিক কাজ করতে গিয়ে ভোগান্তিতে পড়েন। জানা গেছে, আজ (রোববার) তাঁরা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি এ টি এম এমদাদুল আলম বলেন, ‘আমাদের দাবিগুলো যৌক্তিক। আমরা আজ (শনিবার) এক ঘণ্টা কর্মবিরতি করেছি। আগামীকাল (আজ) দুই ঘণ্টা করব। এরপরও দাবি আদায় না হলে, পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’

কর্মঘণ্টা কমানো হবে না জানিয়ে উপ-উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘তবে বেতনের বিষয়ে একটি কমিটি গঠন করা হবে। কমিটির সুপারিশ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত