নকলা (শেরপুর) প্রতিনিধি
নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা থেকে ছিনতাই হওয়া ৬০ ড্রাম (১৫ হাজার লিটার) সয়াবিন তেলের মধ্যে ২০ ড্রাম শেরপুরের নকলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় সেখান থেকে ৪০টি তেলের খালি ড্রাম উদ্ধার করা হয়।
গত বুধবার রাতে নকলা থানা-পুলিশের সহায়তায় নকলা পৌরশহরের উত্তর রাজার ওমামা অয়েল মিল থেকে এসব উদ্ধার করা হয়। এ সময় মিল মালিক ওয়ালি উল্লাহকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ সদস্যরা। নকলা থানা-পুলিশ তাদের সহায়তা করে। ওয়ালি উল্লাহর বাড়ি নকলা উপজেলার নকলা ইউনিয়নের নকলা উত্তর গ্রামে। তিনি জাতীয় পার্টি নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মোড়াপাড়া গঙ্গানগর এলাকার গ্লোবাল ইডিবেল অয়েল লিমিটেড থেকে ৬০ ড্রাম সয়াবিন তেল ভর্তি একটি ট্রাক (নং-ঢাকা মেট্রো ট-২৪-০৬১৩) কিশোরগঞ্জের বাজিতপুরের উদ্দেশে রওয়ানা করে। তেলের মালিক ছিলেন বাজিতপুরের মিরাপুর গ্রামের গোলাপ মিয়ার পুত্র তেল ব্যবসায়ী মশিউর রহমান (৩১)।
রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর শিবপুর উপজেলার ভৈরব এলাকায় মাইক্রোবাসে করে হাতে ওয়াকিটকি, সিগনাল লাইট, হ্যান্ডকাফসহ র্যাবের কটি পরিহিত ডাকাত দল তেলের ড্রাম বোঝাই ট্রাকটি তাদের নিয়ন্ত্রণে নেয়। এ সময় তারা ট্রাকের চালক রফিকুল ইসলাম (৪২) ও হেলপার রানা মিয়াকে (২০) হাত-পা ও মুখ বেঁধে বেধরক মারধর করে জোরপূর্বক মাইক্রোবাসে উঠিয়ে ট্রাকটি কিশোরগঞ্জের নান্দাইল হয়ে ১০ ফেব্রুয়ারি ভোরে নকলায় এনে ওমামা অয়েল মিলের মালিক ওয়ালি উল্লাহর কাছে তেলভর্তি ড্রামগুলো বিক্রি করে দেয়। পরবর্তীতে খালি ট্রাক এবং ট্রাকের চালক ও হেলপারকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় রাস্তার পাশে ফেলে মাইক্রোবাসে করে পালিয়ে যায় ডাকাতদল।
তেলের মালিক মশিউর রহমান বিষয়টি নিয়ে ১১ ফেব্রুয়ারি শিবপুর থানায় মামলা করলে জড়িতদের গ্রেপ্তার ও তেল উদ্ধারের জন্য ২০ ফেব্রুয়ারি নরসিংদী জেলা গোয়ন্দা পুলিশের কাছে মামলাটি হস্তান্তর করেন আদালত।
পরবর্তীতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাতদলের ৪ সদস্যকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যমতে নকলায় ওমামা অয়েল মিল থেকে তেল ভর্তি ২০টি ড্রামসহ বিক্রি হয়ে যাওয়া ৪০টি তেলের খালি ড্রাম এবং মিল মালিক ওয়ালি উল্লাহকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশের এসআই নজরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তাদের সঙ্গে ওমামা অয়েল মিল মালিক ওয়ালি উল্লাহর যোগসাজশ থাকায় প্রায়ই তারা চুরি-ডাকাতি করা তেল এখানে এনে বিক্রি করত।
ওমামা অয়েল মিল মালিক ওয়ালি উল্লাহ বলেন, সয়াবিন তেল ভর্তি ড্রামগুলো তিনি বিক্রির জন্য কিনে ছিলেন। তবে ক্রয় সংক্রান্ত কোনো কাগজপত্র তিনি দেখাতে পারেননি।
নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা থেকে ছিনতাই হওয়া ৬০ ড্রাম (১৫ হাজার লিটার) সয়াবিন তেলের মধ্যে ২০ ড্রাম শেরপুরের নকলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় সেখান থেকে ৪০টি তেলের খালি ড্রাম উদ্ধার করা হয়।
গত বুধবার রাতে নকলা থানা-পুলিশের সহায়তায় নকলা পৌরশহরের উত্তর রাজার ওমামা অয়েল মিল থেকে এসব উদ্ধার করা হয়। এ সময় মিল মালিক ওয়ালি উল্লাহকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ সদস্যরা। নকলা থানা-পুলিশ তাদের সহায়তা করে। ওয়ালি উল্লাহর বাড়ি নকলা উপজেলার নকলা ইউনিয়নের নকলা উত্তর গ্রামে। তিনি জাতীয় পার্টি নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মোড়াপাড়া গঙ্গানগর এলাকার গ্লোবাল ইডিবেল অয়েল লিমিটেড থেকে ৬০ ড্রাম সয়াবিন তেল ভর্তি একটি ট্রাক (নং-ঢাকা মেট্রো ট-২৪-০৬১৩) কিশোরগঞ্জের বাজিতপুরের উদ্দেশে রওয়ানা করে। তেলের মালিক ছিলেন বাজিতপুরের মিরাপুর গ্রামের গোলাপ মিয়ার পুত্র তেল ব্যবসায়ী মশিউর রহমান (৩১)।
রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর শিবপুর উপজেলার ভৈরব এলাকায় মাইক্রোবাসে করে হাতে ওয়াকিটকি, সিগনাল লাইট, হ্যান্ডকাফসহ র্যাবের কটি পরিহিত ডাকাত দল তেলের ড্রাম বোঝাই ট্রাকটি তাদের নিয়ন্ত্রণে নেয়। এ সময় তারা ট্রাকের চালক রফিকুল ইসলাম (৪২) ও হেলপার রানা মিয়াকে (২০) হাত-পা ও মুখ বেঁধে বেধরক মারধর করে জোরপূর্বক মাইক্রোবাসে উঠিয়ে ট্রাকটি কিশোরগঞ্জের নান্দাইল হয়ে ১০ ফেব্রুয়ারি ভোরে নকলায় এনে ওমামা অয়েল মিলের মালিক ওয়ালি উল্লাহর কাছে তেলভর্তি ড্রামগুলো বিক্রি করে দেয়। পরবর্তীতে খালি ট্রাক এবং ট্রাকের চালক ও হেলপারকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় রাস্তার পাশে ফেলে মাইক্রোবাসে করে পালিয়ে যায় ডাকাতদল।
তেলের মালিক মশিউর রহমান বিষয়টি নিয়ে ১১ ফেব্রুয়ারি শিবপুর থানায় মামলা করলে জড়িতদের গ্রেপ্তার ও তেল উদ্ধারের জন্য ২০ ফেব্রুয়ারি নরসিংদী জেলা গোয়ন্দা পুলিশের কাছে মামলাটি হস্তান্তর করেন আদালত।
পরবর্তীতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাতদলের ৪ সদস্যকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যমতে নকলায় ওমামা অয়েল মিল থেকে তেল ভর্তি ২০টি ড্রামসহ বিক্রি হয়ে যাওয়া ৪০টি তেলের খালি ড্রাম এবং মিল মালিক ওয়ালি উল্লাহকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশের এসআই নজরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তাদের সঙ্গে ওমামা অয়েল মিল মালিক ওয়ালি উল্লাহর যোগসাজশ থাকায় প্রায়ই তারা চুরি-ডাকাতি করা তেল এখানে এনে বিক্রি করত।
ওমামা অয়েল মিল মালিক ওয়ালি উল্লাহ বলেন, সয়াবিন তেল ভর্তি ড্রামগুলো তিনি বিক্রির জন্য কিনে ছিলেন। তবে ক্রয় সংক্রান্ত কোনো কাগজপত্র তিনি দেখাতে পারেননি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪