Ajker Patrika

উপজেলা চেয়ারম্যানের হুমকি ২ ঘণ্টা তালাবদ্ধ সাংবাদিকেরা

ফেনী প্রতিনিধি
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৫৬
উপজেলা চেয়ারম্যানের হুমকি ২ ঘণ্টা তালাবদ্ধ সাংবাদিকেরা

ফেনীর পরশুরাম প্রেসক্লাবের সভাপতি ও আজকের পত্রিকার পরশুরাম প্রতিনিধিকে হুমকি দিয়েছেন উপজেলা চেয়ারম্যান। গত সোমবার বিকেলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী বিলোনিয়া স্থলবন্দরে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে এলে এই ঘটনা ঘটে। পরে স্থানীয় সাংবাদিকদের একটি কক্ষে তালাবদ্ধ করে আটকে রাখে দুর্বৃত্তরা।

উপস্থিত গণমাধ্যমকর্মীরা জানান, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী বিলোনিয়া স্থলবন্দর পরিদর্শনে আসবেন এমন খবরে গণমাধ্যমকর্মীরা সেখানে উপস্থিত হন। প্রতিমন্ত্রী বন্দরে আসা মাত্র তাঁর সঙ্গে থাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার সাংবাদিক আবু ইউছুফ মিন্টুকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। এ সময় তিনি হুমকিও দেন। উপস্থিত গণমাধ্যমকর্মীরা এর প্রতিবাদ জানান। এ সময় মন্ত্রীর বন্দর পরিদর্শনের সংবাদ বর্জনের ঘোষণা দিলে উপজেলা চেয়ারম্যান ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। কিন্তু সন্ধ্যায় গণমাধ্যমকর্মীরা উপজেলা পরিষদ প্রাঙ্গণের মুক্তিযোদ্বা ভবনের দ্বিতীয় তলায় উঠলে ভবনের নিচের দরজায় তালা দিয়ে সাংবাদিকদের দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। পরে খবর পেয়ে পরশুরাম থানা-পুলিশ গিয়ে সাংবাদিকদের মুক্ত করেন।

ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন পরশুরামের ইউএনও প্রিয়াঙ্কা দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল হক, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ দাইয়ান, পৌর মেয়র সাজেল চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল বাদলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধ শতাধিক গণমাধ্যমকর্মী।

সাংবাদিক আবু ইউছুফ মিন্টু জানান, এ ঘটনায় গত সোমবার সন্ধ্যায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

উপজেলা যুবলীগের সভাপতি ইয়াসিন শরিফ মজুমদার বলেন, সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি তিনি কাছ থেকে দেখেছেন। পরে তালা দেওয়ার খবর পেয়ে তিনি তালা ভেঙে গণমাধ্যমকর্মীদের ভবন থেকে বের করে আনেন। তিনি বলেন, ঘটনাস্থলে সিসিটিভির ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করার সুযোগ রয়েছে।

এ ব্যাপারে ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাদাত হোসেন বলেন, ঘটনাটি খুবই নিন্দনীয়। আগেও সাংবাদিকদের ওপর হামলা হয়েছে। সেসব ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় এসব ঘটনা বন্ধ হচ্ছে না।

এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল মজুমদার বলেন, ঘটনা যা হয়েছে সেটি সেখানেই মীমাংসিত। কিন্তু ভবনে তালা দিয়ে সাংবাদিকদের অবরুদ্ধ করার বিষয়ে তিনি কিছুই জানেন না।

পরশুরাম থানার ওসি খালেদ দাইয়ান জানান, কে বা কারা ভবনে তালা দিয়ে সাংবাদিকদের আটকে রেখেছে খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত