Ajker Patrika

পিরোজপুর ও পটুয়াখালী মুক্ত দিবস আজ

পিরোজপুর ও পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১২: ০৪
পিরোজপুর ও পটুয়াখালী মুক্ত দিবস আজ

১৯৭২ সালের ৮ ডিসেম্বর পিরোজপুর ও পটুয়াখালী পাকিস্তানি হানাদার মুক্ত হয়। পাকিস্তানি হানাদার মুক্ত দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে পুষ্পস্তবক অর্পণ, আলোচনাসভা, নৌকাবাইচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রতিনিধিদের পাঠানো খবরে

পিরোজপুর: ৮ ডিসেম্বর পিরোজপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে পিরোজপুর পাকিস্তানি হানাদার, রাজাকার, আলসামস ও আলবদর মুক্ত হয়। দিবসটি উপলক্ষে মুক্ত দিবস উদ্‌যাপন পরিষদ স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি সম্পন্ন করেছে। বুধবার সকাল সাড়ে ৯টায় শহীদ ভাগীরথী চত্বরে পুষ্পস্তবক অর্পণ শেষে গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে স্বাধীনতা মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ আলোচনা সভায় ভার্চ্যুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। এ ছাড়া সন্ধ্যা ৬টা ১ মিনিটে মোমবাতি প্রজ্বলন এর আয়োজন করা হয়েছে।

পটুয়াখালী: দীর্ঘ ৯ মাসের লড়াই শেষে একাত্তরের ৮ ডিসেম্বর পটুয়াখালী জেলা পাকিস্তানি হানাদার মুক্ত হয়। সেই দিন পটুয়াখালী শহরে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রথম এবং পরবর্তীতে শহীদ আলাউদ্দিন শিশু পার্কে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে সকাল ৭টায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ‘যোদ্ধার মুখে মুক্তিযুদ্ধের গল্প শোনা’ এবং জেলা প্রশাসনের উদ্যোগে বিকেল ৩টায় লাউকাঠি নদীতে বর্ণাঢ্য নৌকা বাইচ অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত