Ajker Patrika

দেশের হকিতে লোকসানই হয়েছে বেশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৫২
দেশের হকিতে লোকসানই হয়েছে বেশি

ভারপ্রাপ্ত কোচ গোপিনাথন কৃষ্ণমূর্তিই কি চালাবেন নাকি তাঁর জায়গায় আসবেন নতুন কোচ? সেই নতুন কোচ কি স্থানীয় না বিদেশি? এসব প্রশ্নের উত্তর খুঁজতে আগামী পরশু আলোচনায় বসবে বাংলাদেশ হকি ফেডারেশন কমিটির কার্যনির্বাহী কমিটি।

গত ডিসেম্বরে মালয়েশিয়ান কোচ গোপিনাথনকে ভারপ্রাপ্ত কোচ করে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি টুর্নামেন্টে অংশ নিয়েছিল বাংলাদেশ। এখন দীর্ঘ মেয়াদে কোচ খুঁজতে মনোযোগ দিয়েছে হকি ফেডারেশন। কিন্তু মাঠে যদি খেলাই না থাকে, তবে নতুন কোচ এনে কী লাভ—সে প্রশ্ন খোদ ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফের।

আগামী মার্চে এশিয়া কাপের বাছাইপর্ব খেলবে বাংলাদেশ। এ মাস থেকে শুরু অনুশীলন ক্যাম্প। শুধু মার্চ নয়, নতুন কোচের অধীন জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে দীর্ঘ অনুশীলন ক্যাম্প করতে চায় হকি ফেডারেশন। তাদের সেই লক্ষ্যে বড় বাধা টাকা। ইউসুফ বললেন, ‘লম্বা সময় ক্যাম্প করতে গেলে বড় পৃষ্ঠপোষক ছাড়া এই খরচ চালানো সম্ভব নয়। ’

হকির আর্থিক দুরবস্থার আরেক কারণ ‘চ্যাম্পিয়নস ট্রফি হকি’ আয়োজন। অভিজাত দলগুলোর এই টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে ২ কোটি টাকার কাছাকাছি খরচ করেছে হকি ফেডারেশন। বিপরীতে আয় ১ কোটি ২০ লাখ টাকা।

চ্যাম্পিয়নস ট্রফি হকি আয়োজনে ক্ষতি ছাড়া প্রাপ্তি কিছু নেই বলেছেন বলে জানালেন ইউসুফ, ‘হকির তখনকার সাধারণ সম্পাদক (মমিনুল হক সাঈদ) নিজের রাজনৈতিক স্বার্থে এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেন। বাংলাদেশ এখনো এত বড় টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। এই টুর্নামেন্ট খেলে আসলে কোনো লাভই হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত