Ajker Patrika

পিরোজপুর জেলা মহিলা দলের কমিটি ঘোষণা

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১০: ২১
পিরোজপুর জেলা মহিলা দলের কমিটি ঘোষণা

পিরোজপুরে দীর্ঘ ১৭ বছর পরে জাকিয়া আসলামকে সভাপতি ও অ্যাডভোকেট রহিমা আক্তার হাসিকে সাধারণ সম্পাদক করে জেলা মহিলা দলের কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সিনিয়র সহসভাপতি সাহিদা বেগম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক স্বপ্না বেগম এবং সাংগঠনিক সম্পাদক মিমি ফকিরসহ ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। গতকাল বুধবার বেলা ১১টায় শহরের বাইপাস সড়কে পিরোজপুর কনভেনশন সেন্টারে এ কর্মী সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়।

এর আগে সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ।

অনুষ্ঠানে কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক এলিজা জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল বিভাগীয় মহিলা দলের আহ্বায়ক জীবা আমিনা আল গাজী, কেন্দ্রীয় মহিলা দলের স্বনির্ভর বিষয়ক সম্পাদক এ্যাড. জেসমিন জাহান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।

সম্মেলনে বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিন বারের প্রধানমন্ত্রী তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। বাংলাদেশ মহিলা দল এর পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা ও মুক্তির দাবিতে জোরালো বক্তব্য রাখা হয়।

এর আগে ২০০৪ সঙ্গে পিরোজপুর জেলা মহিলা দলের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এর পরে দীর্ঘ ১৭ বছর পরে জেলা মহিলা দলের কর্মী সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা দলের কর্মিসভা ও সম্মেলনে জেলার সাতটি উপজেলার মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

আবাসন কোম্পানির অনিয়ম অনুসন্ধানে গড়িমসি, দুদকের উপপরিচালক বরখাস্ত

বিপুল বকেয়া সত্ত্বেও ব্যবসা হারানোর ভয়ে বাংলাদেশ-নেপালে সম্প্রচার চালিয়ে যাচ্ছে ভারতীয় চ্যানেলগুলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত