Ajker Patrika

চাঁদপুরে লাশ নিয়ে বিক্ষোভ , অবরোধ

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ১৬ মার্চ ২০২২, ১৬: ০৭
চাঁদপুরে লাশ নিয়ে বিক্ষোভ , অবরোধ

চাঁদপুরে হান্নান মৃধা (৩৭) হত্যার বিচারের দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে পরিবারসহ এলাকাবাসী। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টা শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত বাসস্ট্যান্ড এলাকায় চাঁদপুর-কুমিল্লা সড়ক অবরোধ করে।

বিক্ষোভকারীরা চাঁদপুর সদর মডেল থানা ঘেরাও করার উদ্দেশ্যে কালিবাড়ি মোড় পর্যন্ত আসলে ওসি মুহাম্মদ আবদুর রশিদ দ্রুত আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে বিক্ষোভকারীরা কালিবাড়ি থেকে নতুনবাজার হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে মিছিল নিয়ে যায়।

হান্নানের বোনের জামাতা রুবেল ও চাচাতো ভাই আল-আমিনসহ পরিবারের সদস্যরা বলেন, হান্নানের স্ত্রী হিরা ও শ্যালক শাওনকে দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের মাধ্যমে ফাঁসির দাবি জানাই।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ বলেন, দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় বিক্ষোভকারীদের বিষয়টি আমলে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ হন হান্নান মৃধা। ১৩ দিন পর বেনাপোলে তাঁর লাশের সন্ধান মেলে। যশোরের শার্শা থানা পুলিশ খবর পেয়ে একটি গাছে হান্নানের মরদেহ মাটিতে পা লাগানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। তিনি চাঁদপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বিষ্ণুদী মৃধা বাড়ি এলাকার আবুল হোসেন মৃধার ছেলে। বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে তাঁর একটি দোকান রয়েছে।

গত সোমবার রাতে বেনাপোল থেকে হান্নানের লাশ ময়নাতদন্ত শেষে চাঁদপুর নিয়ে আসা হয়। এর আগে বেনাপোলে হান্নানের লাশ পাওয়ার খবর শুনে স্বজনেরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত