Ajker Patrika

৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১২: ৩৩
৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে জেলা আওয়ামী লীগ ।

বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি ও সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস কর্তৃক ২৭ অক্টোবর সুনীল কুমার বাড়ৈকে সভাপতি ও আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাতকে সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে। তবে কমিটির নাম সাংবাদিকদের জানানো হয় গতকাল।

বাংলাদেশ আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ’র উপস্থিতিতে ২০১৯ সালের ২৯ নভেম্বর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সর্ব-সম্মতিক্রমে সুনীল কুমার বাড়ৈ সভাপতি ও মো. আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত সাধারণ সম্পাদক মনোনীত হন। করোনার কারণে বিলম্বিত হওয়ায় দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসায় নতুন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও অনুমোদন করেছে জেলা কমিটি।

কমিটিতে সহসভাপতি হয়েছেন এসএম হেমায়েত উদ্দিন, মো. রুস্তম সেরনিয়াবাত, নিত্যানন্দ মজুমদার, আব্দুস ছাত্তার মোল্লা, আবুল বাশার হাওলাদার, ইলিয়াস তালুকদার, বিপুল দাস, গোলাম, মোস্তফা সরদার, মাইকেল মালাকার।

কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন আমিনুল ইসলাম বাবুল, মো. সাইদুল সরদার, রফিকুল ইসলাম তালুকদার।

এদিকে জেলা আওয়ামী লীগ একই সঙ্গে ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদেরও অনুমোদন দিয়েছেন। কমিটির উপদেষ্টারা হলেন আব্দুর রশিদ শিকদার, মুক্তিযোদ্ধা মহেন্দ্র লাল সরকার, মুক্তিযোদ্ধা পবিত্র কুমার সিমলাই, অরুণ কৃষ্ণ হালদার, মুক্তিযোদ্ধা আইয়ুব আলী মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, অপূর্ব লাল হালদার, মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী হাওলাদার, অমূল্য রতন হালদার, মুক্তিযোদ্ধা মো. সোহরাব হোসেন তালুকদার, মো. সামসুল হক তালুকদার, ড. নীল কান্ত বেপারী, মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম মিয়া, মো. গিয়াস উদ্দিন খান, মঙ্গল চন্দ্র বাড়ৈ, মুক্তিযোদ্ধা মো. লুৎফর রহমান তালুকদার, বিজয় কৃষ্ণ রায়, মুক্তিযোদ্ধা ডা. সিরাজুল ইসলাম, সুভাষ গাইন, সিরাজ হাওলাদার, মো. জসীম উদ্দিন সরদার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

শটগান–চায়না রাইফেল বাদ, ব্রাশফায়ার মুডে থাকবে এসএমজি— সন্ত্রাসীদের উদ্দেশে সিএমপি কমিশনার

৪৯তম বিশেষ বিসিএস: ৬৬৮ জনকে নিয়োগের সুপারিশ

দিল্লি বিস্ফোরণে বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমের সংবাদ উড়িয়ে দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

কে পাবেন মেক্সিকো প্রেসিডেন্টের বিশ্বকাপ টিকিট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ