Ajker Patrika

বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১১: ৫৭
বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

মাদারীপুরের শিবচর উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন ডেভেলপমেন্ট এফর্টস ফর সোসাইটি অ্যান্ড হিউম্যানিটির (দেশ) উদ্যোগে বিনা মূল্যে রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি করা হয়েছে। ‘তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ’ স্লোগান সামনে রেখে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী এই কর্মসূচি চলে।

গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী আয়োজিত ব্লাড গ্রুপিং কার্যক্রমে তিন শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। উপজেলার হাতিরবাগান মাঠের পাশে এই কার্যক্রম চলে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত হয়ে বিনা মূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করিয়েছেন।

সংগঠনের সভাপতি ওয়াহীদুজ্জামান বলেন, ‘অনেকেই আছেন নিজের রক্তের গ্রুপ কী জানেন না। বিশেষ করে মানুষ এ ব্যাপারে সবচেয়ে বেশি অসচেতন। তাই রক্তের গ্রুপ নির্ণয় ও তাদের রক্তদানে উদ্বুদ্ধ করতে দিনব্যাপী এই কার্যক্রম হাতে নেওয়া হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত