Ajker Patrika

নিহত সোহেল ও হরিপদের বাসায় সাংসদ

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৪: ১০
নিহত সোহেল ও হরিপদের বাসায় সাংসদ

কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর নিহত সোহেল ও হরিপদের পরিবারের সঙ্গে দেখা করেছেন কুমিল্লা সদরের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নিহতের বাড়িতে যান তিনি।

এ সময় স্ত্রী ও দুই কন্যা নিহত সোহেলের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবি জানান। একইভাবে নিহত আওয়ামী লীগ কর্মী হরিপদ সাহার স্বজনেরাও একই দাবি জানান। এমপি বাহার তাঁদের বাড়িতে গেলে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠে।

সাংসদ আকম বাহাউদ্দিন বাহার বলেন, অপরাধী যে দলেরই হোক তাঁকে আইনের আওতায় এনে বিচার করা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত