Ajker Patrika

পুঁজিবাজারে বড় ধস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ মার্চ ২০২২, ১৭: ৩১
পুঁজিবাজারে বড় ধস

পুঁজিবাজারে হঠাৎ করেই ভাটার টান শুরু হয়েছে। সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় সাত হাজার পেরিয়ে যাওয়া সূচক নেমে এসেছে সাড়ে ছয় হাজারের নিচে। অল্প দিনের মধ্যে ৫০০ পয়েন্ট কমে যাওয়ায় সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। তবে বাজারে কান পাতলে একটা কথাই শোনা যায়, তা হলো ইউক্রেন-রাশিয়া সংকটের কারণে বিশ্বের গুরুত্বপূর্ণ পুঁজিবাজারে ধস নেমেছে। তার প্রভাব নাকি পড়েছে দেশে। বিশ্লেষকদের মতে, বিশ্ব পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিনিয়োগকারীদের অনেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন। আবার কেউ কেউ এটাকে অজুহাত হিসেবে দেখছেন।

পুঁজিবাজার বিশেষজ্ঞ মো. মহসিন বলেন, ‘পুঁজিবাজার ধসের পেছনে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধকে একটা কারণ বলা যায়। কিন্তু ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার অনেক আগে থেকেই বাজার পড়ছিল। তার মানে বাজার পড়ছিল, এটা ত্বরান্বিত হয়েছে যুদ্ধের জন্য অথবা এটাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে।’

মো. মহসিন আরও বলেন, ‘গত বছরে অক্টোবর থেকে বাজারের টার্নওভার ধীরে ধীরে কমে আসছিল। টার্নওভার কমে যাওয়া মানে বাজার থেকে টাকা বেরিয়ে গেছে। যখন ইউক্রেনে যুদ্ধ শুরু হলো তখন কারসাজিকারীরা এটাকে অজুহাত হিসেবে পেয়ে গেল এবং এটাকে কাজে লাগাল।’

গতকালের বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল পুঁজিবাজারে আবারও বড় ধস নেমেছে। লেনদেন হওয়া ৩৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ৩৬৪টির। তাতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ১৮২ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৪৫৫ পয়েন্ট।

ডিএসইর তথ্য অনুযায়ী, গতকাল ডিএসইতে ২০ কোটি ৬৮ লাখ ১৫ হাজার ৯৭৯টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ৩৬৪টির, অপরিবর্তিত রয়েছে ৮টির দাম।

তাতে ডিএসইর প্রধান সূচক ১৮২ দশমিক ১২ পয়েন্ট কমে ৬ হাজার ৪৫৬ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেন হয়েছে ৭৪০ কোটি ২৬ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬৫১ কোটি ৫৬ লাখ ৩১ হাজার টাকার শেয়ার। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। এরপর ছিল বিএসসি, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ওরিয়ন ফার্মা, ফরচুন সুজ।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ৪৫৫ দশমিক ৩৬ পয়েন্ট কমে ১৮ হাজার ৯৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত