Ajker Patrika

বন্য হাতি হত্যার প্রতিবাদে মানববন্ধন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৫: ১০
বন্য হাতি হত্যার প্রতিবাদে মানববন্ধন

সারা দেশে গত সাত দিনে ৫টি বন্য হাতি হত্যার প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মানববন্ধন করেছে পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য অ্যানিমেলস অব সুসং।

গতকাল সোমবার বেলা ১২টায় উপজেলা প্রেসক্লাব মোড়ে মানববন্ধন করে সংগঠনটি। মানববন্ধন কর্মসূচির সভাপতিত্ব করেন পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দা অ্যানিমেলস অফ সুসং এর সভাপতি রিফাত আহমেদ রাসেল। এ সময় উপস্থিত ছিলেন সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, সেভ দা অ্যানিমেল অফ সুসংয়ের সদস্য রাজেশ গৌড় প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত সাত দিনে শেরপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে পাঁচটি বন্য প্রাণী হত্যা করা হয়েছে। এই হত্যার দায় কোন ভাবেই স্থানীয় প্রশাসন এড়াতে পারে না। বন্যপ্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অথচ কিছু স্বার্থলোভী ও চোরাকারবারি ফাঁদ পেতে বন্যপ্রাণী হত্যা করছে। কিন্তু তাঁরা মানুষকে ভুল ব্যাখ্যা দিচ্ছেন। শুধু তাই নয়, বন্যপ্রাণী হত্যা করে মাটির চাপা দিয়ে রাখা হচ্ছে। যাতে মানুষ না বুঝতে পারে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে হাতি হত্যা সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত