Ajker Patrika

নয়তলা থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

ঢাকা মেডিকেল প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৫: ০৭
নয়তলা থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

সবুজবাগের বাসাবো এলাকার একটি বাসার নয়তলার ছাদ থেকে পড়ে শওকত হোসেন ফকির (৩৩) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তিনি বেসিক ব্যাংকের ফকিরাপুল শাখার সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

তাঁকে হাসপাতালে নিয়ে আসা পথচারী তৌফিক হোসেন জানান, নাভানা টাওয়ারের পাশ দিয়ে যাওয়ার সময় ভবনের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁকে। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শওকতের বোন সুলতানা মাহমুদা বেগম জানান, মধ্য বাসাবোর খেলার মাঠ সংলগ্ন নাভানা টাওয়ারের পঞ্চম তলায় থাকতেন শওকত। সকালে তিনি ফোনে খবর পান, শওকত ভবন থেকে পড়ে গেছেন। এরপর তিনি হাসপাতালে গিয়ে শওকতের মরদেহ পান। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত