Ajker Patrika

বাকৃবির হল আজ খুলছে

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৬: ০১
বাকৃবির হল আজ খুলছে

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। আজ শুক্রবার থেকে হলগুলো খুলে দেওয়া হলেও এখনো শেষ হয়নি সংস্কার কাজ। তবে সপ্তাহ খানিকের মধ্যে কাজ শেষ হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অবশ্য শিক্ষার্থীরা বলছেন, হল সংস্কার চলায় কিছুটা ভোগান্তি পোহাতে হলেও তেমন সমস্যা হবে না। দীর্ঘদিন পর ক্যাম্পাসে ফেরার সুযোগ পেয়ে বেশ খুশি তাঁরা।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন বলেন, ‘অ্যাকাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী, চতুর্থ বর্ষের জন্য ২৪ সেপ্টেম্বর থেকে হল খুলছে। আর অন্য বর্ষের শিক্ষার্থীদের জন্য খুলছে ৩ অক্টোবর থেকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী প্রায় ১৪ শ জনের টিকা কার্যক্রম সম্পন্ন হয়েছে। সাতটি অনুষদের ৬ হাজার শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হয়েছে।’

জাকির হোসেন আরও বলেন, ‘কিছু সংখ্যক বাকি থাকলেও তাঁরা টিকা নিয়ে নেবে। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা দেওয়া হয়েছে। যাদের শিক্ষাকার্যক্রমে ভাটা পড়েছে, প্রয়োজনে বন্ধের দিনেও পরীক্ষা নিয়ে ক্ষতি পুষিয়ে দেওয়া হবে।’

ফাইনাল বর্ষের ছাত্র রাকিবুল হাসান বলেন, ক্যাম্পাস ছেড়ে সময় ভালো কাটেনি। এখন ক্যাম্পাসে আছি, পড়াশোনাও ভালো হবে।

বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহ্বায়ক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া জানান, বাকৃবিতে ছাত্র ও ছাত্রীদের ১৩টি আবাসিক হল রয়েছে। এর মধ্যে ছাত্রীদের চারটি। স্নাতক শেষ বর্ষের প্রায় ১ হাজার ১৫০ জন শিক্ষার্থী রয়েছে। আর স্নাতকোত্তর পর্যায়ে এ সংখ্যা প্রায় দুই হাজার। আগামী ২৭ সেপ্টেম্বর চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের সশরীরে পরীক্ষা শুরু হবে। তাঁদের জন্য শুক্রবার হল খোলা হবে।

তবে প্রথম থেকে তৃতীয় বর্ষের জন্য ৩ অক্টোবর খুলবে জানিয়ে তিনি বলেন, তাঁদের সেমিস্টার ফাইনাল শুরু হবে ১৭ অক্টোবর। যেসব বর্ষের ব্যবহারিক ক্লাস ও ক্লাস টেস্ট এখনো শেষ হয়নি তাদের ৪-১০ অক্টোবরের মধ্যে ক্লাস এবং পরীক্ষা শেষ করতে হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. রাশেদুর রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব হলে ১৫২টি কক্ষে ৬০৮ জন শিক্ষার্থী থাকে। বন্ধের মধ্যে রুম সংস্কার, ফ্যান লাগানো, সাইকেল স্ট্যান্ডসহ অনেক কাজ করা হয়েছে। কাজ এখন শেষের দিকে। শিক্ষার্থীরা হলে উঠতে পারবে, সমস্যা হবে না।

বঙ্গবন্ধু শেখ মুজিব হলের মাস্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থী মঈনুল ইসলাম বলেন, ‘সংস্কার কাজ করায় হলের পরিবেশটাও ভালো হয়েছে। তবে একটু এলোমেলো অবস্থায় আছে, আশা করি তা ঠিক হয়ে যাবে।’

বঙ্গবন্ধু শেখ মুজিব হলের সহকারী রেজিস্ট্রার গোলাম মোস্তুফা বলেন, ‘দেড় বছর ধরে হলের সংস্কার কাজ চলছে। এখনো ঠিকাদার কাজ সম্পন্ন করতে পারেনি। আশা করা হচ্ছে, এক সপ্তাহের মধ্যে কাজ শেষ হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত