Ajker Patrika

হাওরে বোরো ধান আবাদে যন্ত্রের ছোঁয়া , খুশি কৃষক

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১১: ৫১
হাওরে বোরো ধান আবাদে যন্ত্রের ছোঁয়া , খুশি কৃষক

কৃষি যান্ত্রিকীকরণে কৃষকদের উৎসাহিত করতে কিশোরগঞ্জের হাওরাঞ্চলে ‘সমলয় পদ্ধতিতে’ বোরো ধানের আবাদ হচ্ছে। যন্ত্রের সহযোগিতায় কম শ্রমিকে এবং কম খরচে খুব সহজে বোরো চাষ করতে পেরে খুশি কৃষক। আগামী কয়েক বছরে পুরো হাওরাঞ্চল কৃষি যান্ত্রিকীকরণের আওতায় চলে আসবে, এমনটিই আশা করছে কৃষি বিভাগ।

মিঠামইনের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আনিছুর রহমান জানান, সনাতন পদ্ধতিতে এক একর জমিতে শুধু ধান রোপণ করতেই খরচ হয় আট হাজার টাকা। একই পরিমাণ জমিতে যন্ত্রের সাহায্যে রোপণ করলে ৩০০ থেকে ৪০০ টাকা খরচ হয়। তাই কৃষি কর্মকর্তারা সর্বক্ষণ কৃষকদের পাশে থেকে উৎসাহ দিচ্ছি যান্ত্রিকীকরণে।

খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছর জেলার মিঠামইন হাওরে ১৫০ একর জমিতে একই জাতের বোরো ধান একই সময়ে আবাদ করতে কৃষকদের প্রণোদনা দিয়েছে সরকার। এখন পুরোদমে চলছে যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপণ। কৃষকেরা একসঙ্গে বপন, রোপণ ও কর্তন করবেন এই ধান। তাই এর নাম দেওয়া হয়েছে ‘সমলয় চাষ’। আধুনিক কৃষিযন্ত্রের ছোঁয়ায় খুব সহজে ঘরে তোলার স্বপ্নে বিভোর কৃষকেরা।

সমলয় আবাদ সম্পর্কে কৃষকেরা বলেছেন, বীজ, সার এবং যান্ত্রিক সহযোগিতা সবকিছু কৃষি বিভাগ থেকে পাওয়া যাচ্ছে। যন্ত্রের মাধ্যমে রোপণ, কাটা, মাড়াই সব হওয়ায় বোরো ধানের আবাদ খুব সহজ হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, সাজানো গোছানো সারি-সারি বোরো ধানের বীজতলা। প্লাস্টিকের ট্রেতে বীজধান বপন করে তৈরি করা হয়েছে এই বীজতলা। সনাতন পদ্ধতি থেকে হাওরাঞ্চলের বোরো চাষকে আধুনিক কৃষিতে রূপান্তরিত করতে কৃষিযন্ত্রের মাধ্যমে বীজতলা তৈরি, রোপণ ও ধান কর্তনে উৎসাহ দিচ্ছে জেলা কৃষি বিভাগ।

হাওরাঞ্চলের কৃষকদের মধ্যে কৃষি যান্ত্রিকীকরণের সুফলতায় আগ্রহ বাড়ছে বলে আজকের পত্রিকাকে জানান কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ছাইফুল আলম।

ছাইফুল আলম আরও জানান, যান্ত্রিকীকরণের মাধ্যমে সমলয় পদ্ধতিতে হাওরে হাইব্রিড জাতের ধানের আবাদ হচ্ছে, যা রোপণের ১৩০ থেকে ১৩৫ দিনে কর্তন করা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত