Ajker Patrika

নলকূপ থেকে পানি আনা নিয়ে সংঘর্ষ, নিহত ১

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১১: ২৬
নলকূপ থেকে পানি আনা নিয়ে সংঘর্ষ, নিহত ১

আজমিরীগঞ্জে নলকূপ থেকে পানি আনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের রনুয়ার (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার নয়াগড় গ্রামে এ ঘটনা ঘটে। রনুয়ার ওই গ্রামের নূর আহমেদের ছেলে।

এদিকে আহতদের হবিগঞ্জ সদর হাসপাতাল ও আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবু হানিফ জানান, ওই গ্রামের নূর আহমেদের বাড়িতে উপজেলা প্রশাসনের দেওয়া একটি ৯০০ ফুটের নলকূপ রয়েছে। রোববার দুপুরে প্রতিবেশী চুনু মিয়ার পরিবারের এক শিশু ওই নলকূপ পানি আনতে যায়। এ সময় নূর আহমেদের পরিবারের এক শিশু বাধা দেয়। পরে বিষয়টি নিয়ে দুই পরিবারের বড়দের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের আত্মীয়-স্বজনরা সংঘর্ষে জড়িয়ে পরেন। এ সময় রনুয়ারের বুকে একটি টেঁটাবিদ্ধ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম জানান, মরদেহ বর্তমানে হবিগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ছাড়া ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

বুড়িগঙ্গা থেকে তরুণ-তরুণীর হাত বাঁধা লাশ উদ্ধার

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অবৈধভাবে ভারতে প্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে আটকের দাবি বিএসএফের

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত