Ajker Patrika

বাহারি নকশার টাইগার পালং

শালিখা (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৭: ৫৪
বাহারি নকশার টাইগার পালং

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ভাইরাল হয়েছে টাইগার পালং নামের একটি বাহারি নকশার খাট।

খোঁজ নিয়ে জানা যায়, শালিখা উপজেলার হরিশপুর বাজারের মারিয়া ফার্নিচার টাইগার পালং নামে খাটটি তৈরি করেছেন। পালংটির নকশা সাধারণ পালংয়ের মতো নয়।

পালংটি দেখতে আসা হাবীব বলেন, ‘আমি পাচঁকাউনিয়া গ্রাম থেকে এসেছি টাইগার পালং দেখতে। ফেসবুকে দেখে ভালো লেগেছে তাই সরাসরি দেখতে এসেছি। পালংটির ডিজাইন অসম্ভব সুন্দর হয়েছে। টাইগার পালংটির নকশা আমি আর কোথাও দেখিনি।’

দর্শক ইমামুল হাসান বলেন, ‘আমার জীবনে এ রকম ডিজাইন দেখিনি, টাইগার পালংটি খুব পছন্দ হয়েছে।’

স্থানীয় বাসিন্দা নুরুল হাসান বলেন, পালংটি দেখতে প্রতিদিন মানুষ আসছে দুর-দুরন্ত থেকে। বিলাস বহুল টাইগার পালংটির বাহারি নকশা কুদ্দুস মিস্ত্রি নিখুঁত ভাবে করেছে। পালংটি দেখে সবারই খুব পছন্দ হচ্ছে।’

মারিয়া ফার্নিচারের স্বত্বাধিকারী কুদ্দুস আলী বলেন, ‘আমিসহ ৫ জন দক্ষমিস্ত্রী দিয়ে তিন মাস রাত-দিন পরিশ্রম করে পালংটি তৈরি করেছি। পালংটি সম্পূর্ণ মেহগনি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, মেহগনি গাছটি ৫০-৬০ বছরের পুরোন গাছ। আরও বলেন পালংটির নামকরণ ও সম্পূর্ণ ডিজাইন সে নিজেই করেছে। টাইগার পালংয়ের পায়া বাঘের পায়ের আকৃতি করা হয়েছে। পালংটিতে উঠতে সিঁড়ি ব্যবহার করতে হবে।’

কুদ্দুস আরও বলেন, ‘আমার ধারণা এই ধরনের পালং রাজা-জমিদাররা ব্যবহার করতেন। পালংটি ইতিমধ্যে মাগুরার ক্রেতার কাছে বিক্রয় করেছি প্রায় তিন লাখ টাকায়।’

টাইগার পালংটির ক্রেতা হাসানুর রহমান বলেন, ‘পালংটি আমি এখনো সরাসরি দেখিনি। ছবি ও ভিডিও দেখেছি আমার পছন্দ হয়েছে। শুনেছি এলাকার লোকজন প্রতিদিন পালংটি দেখতে আসছে। পালংটি আমি নিজের ব্যবহার করার জন্য কিনেছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত