Ajker Patrika

বরই চাষে সফল হাসিবুর

রফিকুল ইসলাম, তাড়াশ (সিরাজগঞ্জ)
আপডেট : ২১ মার্চ ২০২২, ১৬: ০৮
বরই চাষে সফল হাসিবুর

হাসিবুর রহমান। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেছেন। কিন্তু চাকরি নামের সোনার হরিণটি তাঁর ভাগ্যে এখনো জোটেনি। বাবার সংসারে বকাঝকা খেয়েই দিন কাটাতেন। এমন এক যুবকের ভাগ্য বদল হয়েছে বরই চাষে।

জানা গেছে, হাসিবুর রহমান সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের উত্তর মথুরাপুর (ধাপ) গ্রামের বাসিন্দা। তাই বেকারত্বের বেড়াজাল থেকে মুক্তি পেতে পথ খুঁজতে থাকেন তিনি। তখনই তাঁর মাথায় আসে বাবার বসতবাড়িসংলগ্ন প্রায় দেড় বিঘা পতিত ভিটা বাড়ির কথা। সিদ্ধান্ত নেন বরই চাষ করবেন। পরামর্শ নিতে যান উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লুনার কাছে।

গত বছর মার্চে মায়ের কাছ থেকে ৭ হাজার ৫০০ টাকা নিয়ে নাটোর জেলা থেকে কিনে আনেন বরই চারা। প্রতিটি ৫০ টাকা মূল্যে বল সুন্দরী ও কাশ্মীরি জাতের ১৫০টি চারা কেনেন। ২৫ বছরের অনাবাদি ভিটে বাড়ি নিজ হাতে পরিষ্কার করে পরম যত্নে রোপণ করেন চারাগুলো।

এক সময় বরইগাছগুলোতে ফুল ও কুঁড়ি আসে। বরই পরিপক্ব হতে শুরু করলে হাসিবুর রহমান বাগানের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেন।

কদিন পরেই বরই বাগান কিনতে আসা শুরু করেন এলাকার ও পার্শ্ববর্তী এলাকা থেকে আসা ২০-২৫ জন পাইকার। কিন্তু হাসিবুর বরইয়ের বাগানটি বিক্রি করেন না।

বরইচাষি হাসিবুর জানান, বাগানে বরইয়ের বেশ ফলন হয়েছে। তবে এ বছর বরইয়ের দাম একটু কম। তারপরও তিনি তাঁর বাগান থেকে প্রায় ২ লাখ টাকার বরই বিক্রি করবেন। তাঁর স্বপ্ন ভবিষ্যতে তিনি বরই চাষ বৃদ্ধি করবেন।

হাসিবুর আরও জানান, বেকার বলে যাঁরা তাঁকে গালমন্দ করতেন, তাঁরাই এখন তাঁকে অনেক ভালোবাসেন। আর এলাকার অনেক বেকার প্রতিদিনই তাঁর কাছে আসেন বরই চাষের পরামর্শ নিতে।

হাসিবুর রহমানের মা হালিমা খাতুন জানান, ‘আমার ছেলে এখন আর বেকার নয়। সে এখন দুই-দশ গ্রামের অনুপ্রেরণার নাম।’

হাসিবুর রহমানের বাবা জামাল উদ্দিন বলেন, ‘ছেলের পরিশ্রমে এখন সংসার অনেক ভালো চলছে। বেকার যুবকেরা বসে না থেকে আমার ছেলের মতো যেকোনো আয়মূলক কাজ করলে তাঁরাও সফলতা পাবেন।’

জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফুন্নাহার লুনা বলেন, হাসিবুর পরামর্শ নিয়ে অল্পদিনের মধ্যেই সফলতা পেয়েছেন। তাঁর মতো অনেকেই বেকার না থেকে এভাবে কাজ শুরু করতে পারেন। তাহলে কাউকে বেকার হয়ে বসে থাকতে হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

টাকা চুরি করতে দেখে ফেলায় দুই খালাকে হত্যা করে কিশোর: ডিবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত