Ajker Patrika

পল্লি উন্নয়ন স্বর্ণপদক পেলেন চন্দ্রিকা ব্যানার্জি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৭: ১৯
পল্লি উন্নয়ন স্বর্ণপদক পেলেন চন্দ্রিকা ব্যানার্জি

সাতক্ষীরার শ্যামনগরের চন্দ্রিকা ব্যানার্জি জাতীয় পল্লি উন্নয়ন স্বর্ণ পদক-২০১৩ লাভ করেছেন। উপকূল পাড়ের সুবিধাবঞ্চিত নারীদের জীবনমান উন্নয়নে কাজ করার স্বীকৃতি স্বরূপ তিনি এ পুরস্কার লাভ করেন।

গতকাল রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ডের আয়োজনে জাতীয় পল্লি উন্নয়ন পদক বিতরণ অনুষ্ঠানে তিনি ওই পদক গ্রহণ করেন। স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম তাঁর হাতে সম্মাননাসহ স্বর্ণপদক তুলে দেন।

নকশিকাঁথা নামের নারী সংগঠন গড়ে স্থানীয় নারীদের শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়ন ঘটানোর পাশাপাশি কৃষি এবং হস্তশিল্পের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করতে ভূমিকা রেখেছেন তিনি। এ ছাড়া নারীর প্রতি সহিংসতা রোধসহ শিশু ও বয়স্কদের শিক্ষা দানের মাধ্যমে স্থানীয় পর্যায়ে নারী ও তাঁদের পরিবারের জীবনমান উন্নয়নে বিশেষ ভুমিকা রাখায় তিনি এ পুরস্কার লাভ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি, পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. মশিউর রহমান, পল্লি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক সুপ্রিয় কুমার কণ্ডু প্রমুখ।

নারী সংগঠন নকশিকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জি ১৯৯৪ সালে সংগঠনটি গড়ে তুলে উপকূলীয় জনপদের শ্যামনগর অংশে পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে কাজ শুরু করেন। স্থানীয় জনগোষ্ঠীর খাবার পানির চাহিদা পূরণ, সেলাই, কম্পিউটার ও হস্তশিল্প প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে আত্মনির্ভর করার মত গুরুত্বপূর্ণ কাজ তিনি করেছন। এ ছাড়া নারীদের মধ্যে কৃষিবীজ সরবরাহ, সবজি উৎপাদন ও বাজারজাতকরণে ক্লাব গঠনসহ প্রশিক্ষণ দানের ব্যবস্থাও করেন।

খুলনা বেতারের সেতার বাদক শ্যামনগর সদরের নকিপুর গ্রামের প্রয়াত অনিমেষ ব্যানার্জির তিন মেয়ের মধ্যে বড় চন্দ্রিকা ব্যানার্জি। তাঁর এ প্রাপ্তি উপকূলীয় জনপদের অবহেলিত নারীদের ভাগ্য উন্নয়নে কাজ করতে আরও উৎসাহ জোগাবে বলে তিনি নিজ জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত