Ajker Patrika

কৃষি প্রণোদনা পাচ্ছেন ৩৮৭৫ জন চাষি

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ২০: ১৩
কৃষি প্রণোদনা পাচ্ছেন ৩৮৭৫ জন চাষি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কৃষি প্রণোদনা পাচ্ছেন ৩ হাজার ৮৭৫ ক্ষুদ্র ও প্রান্তিক চাষি। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিনা মূল্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ বিতরণের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন।

এ সময় উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. শামছুন্নাহার আপেল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবদুছ সামাদ, উপসহকারী কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন, মোহাম্মদ হামিমুল হক সোহাগ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় এসব ফসলের বীজ ও সার বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে সব চাষির মাঝে বীজ ও সার বিতরণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত