Ajker Patrika

রাজকুমারের নতুন চ্যালেঞ্জ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ০৩
রাজকুমারের নতুন চ্যালেঞ্জ

সমকামীদের দেখলে আজও সমাজের অনেকে ভ্রু কুঁচকায়। এমন মানুষদের বাঁকা চোখে দেখাটা সমাজের বহুদিনের নিয়ম। বলিউডের বেশ কিছু সিনেমায় ফুটে উঠেছে এই বিষয়। এই সমস্যার প্রেক্ষাপটেই তৈরি হয়েছে ‘বাধাই দো’। সমাজের সঙ্গে দুই সমকামীর লড়াইকে দেখানো হয়েছে কৌতুকের মোড়কে। মূল চরিত্রে রাজকুমার রাও ও ভূমি পেড়নেকর। ১১ ফেব্রুয়ারি সিনেমা হলে আসছে ‘বাধাই দো’।

‘বাধাই হো’র সিক্যুয়েল ভাবলে ভুল করা হবে। কারণ এই সিনেমা পুরোপুরি অন্য গল্প বলে। ‘বাধাই দো’র গল্প অনুযায়ী, রাজকুমার ও ভূমি দুজনেই সমকামী। কিন্তু তাদের পরিবার-পরিজনের কারোরই এ কথা জানা নেই। অতঃপর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দুই পরিবার যখন বিয়ের জন্য ব্যস্ত হয়ে পড়ে, তখনই বাধে বিপত্তি। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ না থাকায় সংসার করা নিয়েই চিন্তিত হয়ে পড়ে তারা। অবশেষে রাজকুমার মনে করে বিয়েই হতে পারে এই দুশ্চিন্তা থেকে মুক্তির উপায়। বিয়ে হবে, সংসার হবে, যে যার মতো জীবন কাটাবে।

রাজকুমার রাওসমাজ, পরিবারের চোখরাঙানির হাত থেকে মুক্তি পেতে ভূমিকে বিয়ে করে রাজকুমার। এরপরই সংসারে নিত্যনতুন সমস্যার উদ্রেক। কৌতুকের মোড়কে তুলে ধরা হয় এক কঠিন বাস্তবতা। ‘বাধাই দো’ সিনেমাটি প্রচলিত ধ্যানধারণা নিয়ে সমাজকে প্রশ্নের মুখে দাঁড় করাবে বলে মনে করেন রাজকুমার। সিনেমাটিকে তাই নতুন চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন তিনি। গত বছর মুক্তি পেয়েছিল রাজুকমারের ‘রুহি’। কিন্তু আশানুরূপ ব্যবসা করতে পারেনি। নতুন বছরের শুরুতেই মুক্তি পাচ্ছে ‘বাধাই দো’। রাজকুমার বলেন, ‘আমি চাই আমার চরিত্রগুলো বহুদিন বেঁচে থাকুক। আজ দর্শক দেখে বিনোদিত হয়ে কাল ভুলে যাবে তা চাই না। এই সিনেমা আজ দর্শক দেখবে, বহু বছর পরও খুঁজবে এমন সাহসী সিনেমা হয়েছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত