Ajker Patrika

জসীমউদ্‌দীনের কান্না

সম্পাদকীয়
জসীমউদ্‌দীনের কান্না

কবি জসীমউদ্‌দীনের কমলাপুরের বাড়িতে সকাল থেকেই নানা বয়সের মানুষ এসে ভিড় করত। এদের বেশির ভাগই আসত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে। কাউকে হাসপাতালে ভর্তি করতে হবে, কেউ চাকরিপ্রত্যাশী, কেউ কলেজে ভর্তি হতে এসেছে। এদের মধ্যে যারা আসত উপহার সঙ্গে নিয়ে, তাদের ওপর ক্ষিপ্ত হতেন কবি। কাউকে কাউকে ঘর থেকে বের করে দিয়েছেন। ঘুষ নিয়ে উপকার করার কথা ভাবতেই পারতেন না তিনি।

কখনো কখনো সন্ধ্যাবেলায় চেনা-অচেনা গ্রাম্য বয়াতিরা আসতেন তাঁর কাছে। সারা রাত ধরে গান করতেন। ভাবগান হলে তা জসীমউদ্‌দীনের মন ছুঁয়ে যেত। সেই গান শুনে কাঁদতেন জসীমউদ্‌দীন।

তাঁর সঙ্গে সখ্য ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। জসীমউদ্‌দীনের কবিতা ভালো বাসতেন তিনি। বাংলার জল হাওয়া নদী আকাশ বাতাসের রূপকার জসীমউদ্‌দীন, সেটা বঙ্গবন্ধু বুঝতেন। জসীমউদ্‌দীন বিশ্বাস করতেন, কোনো একদিন বঙ্গবন্ধু তাঁকে জাতীয় কবির মর্যাদা দেবেন। অন্তত জাতীয় অধ্যাপক করবেন। কিন্তু সেটা বঙ্গবন্ধু করেননি। তাতে বঙ্গবন্ধুর প্রতি ক্ষোভ থাকতে পারত জসীমউদ্‌দীনের। কিন্তু অবাক কাণ্ড। বঙ্গবন্ধুর প্রতি কোনো ক্ষোভ প্রকাশ করতেই দেখা যায়নি তাঁকে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট যখন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হলো, সেদিন একেবারে ভেঙে পড়লেন জসীমউদ্‌দীন। হু হু করে কেঁদে উঠলেন।

এর কিছুদিন পর দেশের গণ্যমান্য ব্যক্তিদের গভর্নমেন্ট হাউসে আমন্ত্রণ জানালেন খন্দকার মোশতাক আহমদ। বঙ্গবন্ধুকে হত্যার পর মোশতাক তখন দেশের রাষ্ট্রপতি। এই গণ্যমান্যদের তালিকায় ছিলেন জসীমউদ্‌দীনও। কিন্তু তিনি সেখানে গেলেন না। তিনি বললেন, ‘আমি খুনিদের সঙ্গে বসে চা খাব? না।’ 
অথচ বঙ্গবন্ধু যাদের জাতীয় অধ্যাপক করেছিলেন, তাদের অনেকেই খন্দকার মোশতাকের আমন্ত্রণ গ্রহণ করে গভর্নমেন্ট হাউসে গিয়েছিলেন। তাতে খুব কষ্ট পেয়েছিলেন জসীমউদ্‌দীন। 

সূত্র: জসীমউদ্‌দীন জন্মশতবর্ষ স্মারকগ্রন্থ, পৃষ্ঠা: ৭৫-৭৬

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত