Ajker Patrika

ফোন নিয়ে বিরোধ বন্ধুর হাতে বন্ধু খুন

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৬: ৩০
ফোন নিয়ে বিরোধ বন্ধুর হাতে বন্ধু খুন

কুমিল্লায় মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে এক বন্ধু ছুরিকাঘাতে আরেক বন্ধুকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে নগরীর টিক্কারচর কবরস্থান সংলগ্ন এলাকায় প্রকাশ্যে এই হত্যার ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম আবদুল করিম হৃদয় (১৮)। তিনি সংরাইশ এলাকার গেদু পোদ্দার বাড়ির নুর মিয়ার ছেলে। নিহত হৃদয়ের স্ত্রী ও আড়াই বছরের একটি সন্তান রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, নগরীর সুজানগর পশ্চিম পাড়া এলাকার শাহাজাহান মিয়ার কলোনীর ভাড়াটিয়া রাজিব মিয়ার (১৮) সঙ্গে নিহত মো. আব্দুল করিম হৃদয়ের বন্ধুত্ব ছিল। সম্প্রতি মোবাইল নিয়ে তাঁদের মধ্যে বিরোধ হয়।

এর জেরে গতকাল সকালে টিক্কারচর কবরস্থানে রাজিব হৃদয়ের পেটে ছুরি দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয় গেছে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত হৃদয়ের মামা সোহেল মিয়া বলেন, ‘কিছুদিন আগে মোবাইল ও সিমকার্ড নিয়ে তাঁদের মধ্যে বিরোধ হয়। এর জেরে রাজিব পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমার ভাগনেকে হত্যা করে।’

হৃদয়ের মা নূর জাহান বেগম বলেন, ‘আমার ছেলে কাঠের আসবাবপত্রের বার্নিশের কাজ করে। সকালে খাওয়া দাওয়া করে নগরীর ঝাউতলা এলাকায় কাজের উদ্দেশ্যে বাসা থেকে সাইকেলযোগে বের হয়। পথে সন্ত্রাসী রাজিব তাকে হত্যা করে। আমি এর বিচার চাই।’

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছি। রাজিব নামের এক যুবক তাঁকে হত্যা করেছে বলে স্থানীয়ভাবে জানা যায়। আমরা তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত