Ajker Patrika

ভয়াবহ নদীভাঙন ঝুঁকিতে দাকোপের চালনা

দাকোপ প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৫: ৩৯
ভয়াবহ নদীভাঙন ঝুঁকিতে দাকোপের চালনা

দাকোপের চালনা পৌরসভার গোড়কাটি এলাকায় ভয়াবহ নদীভাঙন দেখা দিয়েছে। এ কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বেড়িবাঁধ। ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে ক্ষতিগ্রস্ত ওয়াপদা রাস্তাটি মেরামত না করায় নদীভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। ওয়াপদা রাস্তা নদীগর্ভে সম্পূর্ণরূপে বিলীন হয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে বারবার নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে দাবি করেছে চালনা পৌরসভাবাসী।

পানি উন্নয়ন বোর্ডের ৩১ নম্বর পোল্ডারে চালনা পৌরসভার অবস্থিত। সরেজমিনে চালনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নদীভাঙন কবলিত স্থানে গিয়ে দেখা যায়, চালনা থেকে পোদ্দারগঞ্জ যাওয়ার রাস্তাটি চুনকুড়ি নদী গর্ভে বিলীন হতে চলেছে। ওয়াপদা রাস্তার ২০০ ফুট নদীভাঙনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ এলাকার বাসিন্দারা ভয়ে দিন কাটাচ্ছেন। তারা অতি দ্রুত নদীভাঙন কবলিত স্থান মেরামতসহ টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।

গোড়কাটি এলাকার এনামুল শেখ বলেন, ওয়াপদা রাস্তার অবস্থা খুবই খারাপ। তিন ভাগের দুই ভাগ ভেঙে গেছে নদীতে। যদি নদীতে বড় ধরনের জোয়ার হয় তাহলে যেকোনো সময় ওয়াপদা ভেঙে এলাকা প্লাবিত হবে। এতে সাধারণ মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। পৌরসভার প্রায় বিশ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়বে।

স্থানীয় কাউন্সিলর ও প্যানেল মেয়র মেহেদী হাসান বুলবুল বলেন, নদীভাঙন কবলিত স্থানটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তা ছাড়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ভাঙন বৃদ্ধি পেয়েছে। বারবার পৌরসভার মেয়রসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিষয়টি অবগত করানো হয়েছে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, আমরা দ্রুত ভাঙন রোধ করার জন্য কাজ করে যাচ্ছি। ভাঙনের পাশ দিয়ে ওয়াপদা রাস্তা নির্মাণের কাজ চলছে, যা এখন শেষ পর্যায়ে রয়েছে।

চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস বলেন, নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছি। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। তারা স্থায়ীভাবে ভাঙন রোধের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত