Ajker Patrika

বিজয় দিবসে টিভি অনুষ্ঠান

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ১১: ২৩
বিজয় দিবসে টিভি অনুষ্ঠান

বিটিভি
৯টা ৫০ মিনিটে জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ ও রাষ্ট্রপতি কর্তৃক সালাম গ্রহণ অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার। দুপুর ১২টা ১৫ মিনিটে শিশুতোষ অনুষ্ঠান ‘বিজয়ের দেশে ডানা মেলি’।  ১টা ৫৫ মিনিটে রয়েছে ‘জেলায় জেলায় বধ্যভূমি’। ৪টা ৫০ মিনিটে ‘রণাঙ্গনের চিঠি’। নাটক ‘সত্যি কথা বলছি’ রাত ৯টায়। রচনা এস এ হক অলিক ও প্রযোজনায় মাহবুবা ফেরদৌস। অভিনয়ে আবুল হায়াত, ডলি জহুর, ইমন, সালহা খানম নাদিয়া, মোহাম্মদ বারী প্রমুখ।

আরটিভি
বেলা ২টা ১০ মিনিটে প্রচার হবে সিনেমা ‘বীর সৈনিক’। অভিনয়ে মান্না, মৌসুমী প্রমুখ। রাত ৮টায় রয়েছে নাটক ‘আজ বাবা আসবেন’। রচনা আনিসুল হক ও পরিচালনায় জুবায়ের ইবনে বকর। অভিনয়ে ফজলুর রহমান বাবু, জান্নাতুল সুমাইয়া হিমি প্রমুখ।

বাংলাভিশন
সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার হবে আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠান ‘বিজয়ের ৫১’। আজকের অতিথি কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক ও কণ্ঠশিল্পী দেবলীনা সুর। সঞ্চালনায় শিমুল মুস্তাফা। অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করবে বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি। প্রযোজনা রফিকুল ইসলাম ফারুকী।

মাছরাঙা
রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘যেখানে সীমান্ত তোমার’। রচনা সারওয়ার রেজা জিমি ও পরিচালনায় তুহিন হোসেন। অভিনয়ে আরশ খান, ফারিয়া শাহরীন প্রমুখ।

 দীপ্ত টিভি
সকাল ৯টায় থাকছে তানভীর মোকাম্মেলের সিনেমা ‘চিত্রা নদীর পারে’। অভিনয়ে তৌকীর আহমেদ, আফসানা মিমি, মমতাজউদ্‌দীন আহমেদ। দুপুর ১২টা ১০ মিনিটে প্রামাণ্যচিত্র ‘উত্তম শামসুল আলমের অজানা কথা’, নির্মাণ করেছেন ব্রাত্য আমিন। বেলা ১টায় সিনেমা ‘ভুবন মাঝি’। অভিনয়ে পরমব্রত, অপর্ণ ঘোষ, নওশবা প্রমুখ। রাত ১১টা ৩০ মিনিটে মুক্তিযুদ্ধবিষয়ক ডকুড্রামা ‘দুইটি যুদ্ধের একটি গল্প’। রচনা ফাহমিদুর রহমান। পরিচালনায় ফুয়াদ চৌধুরী।

বৈশাখী
৮টা ২০ মিনিটে ‘বৈশাখীর সকালের গান’ অনুষ্ঠানে গান গাইবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী তিমির নন্দী। রাত ৮টা ৩০ মিনিটে নাটক ‘বীরাঙ্গণা’। টিপু আলম মিলনের গল্পে আনন জামানের চিত্রনাট্যে, শুদ্ধমান চৈতনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন রওনক হাসান, মনোজ প্রামাণিক, রিয়া খান প্রমুখ।

দুরন্ত
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আফ্রিনা বুলবুলের পরিচালনায় রয়েছে ‘আমাদের মুক্তির গান’। অনুষ্ঠানে শিল্পী শাহীন সামাদ জানিয়েছেন ‘বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা’র কর্মকাণ্ড ও মুক্তিযুদ্ধের সময় গাওয়া গানগুলোর ইতিবৃত্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত