Ajker Patrika

আদালতে সাক্ষীর ওপর হামলায় নালিশি মামলা

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১২: ১১
আদালতে সাক্ষীর ওপর হামলায় নালিশি মামলা

চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে একটি মামলার সাক্ষীর ওপর হামলার ঘটনায় নালিশি মামলা হয়েছে। গতকাল রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালতে ভুক্তভোগী তৌহিদুল আলম মামলাটি করেন। শুনানি শেষে আদালত অভিযোগটিকে সরাসরি এজাহার হিসেবে গ্রহণ করতে কোতোয়ালি থানাকে নির্দেশ দেন।

মামলার আসামিরা হলেন জেলার সাতকানিয়ার বাজালিয়া এলাকার তাপস কান্তি দত্ত (৪৮), মো. সোলেমান (৫১) ও নাজিম উদ্দিন (৩৫)।

গত মঙ্গলবার চট্টগ্রামে এক মামলায় তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি দিয়ে ফেরার সময় আদালত প্রাঙ্গণে হামলার শিকার হন তৌহিদুল। এ বিষয়ে তাঁর আইনজীবী অহিদুল আলম বলেন, কয়েকজনকে মারধরের অভিযোগে গত বছরের আগস্টে তৌহিদের বন্ধু আবু সুফিয়ান ১০ জনকে অভিযুক্ত করে সাতকানিয়া থানায় মামলা করেন। পুলিশ ওই মামলায় ৮ জনকে বাদ দিয়ে দুজনের বিরুদ্ধে চার্জশিট দেয়। এতে অসন্তুষ্ট হয়ে গত মঙ্গলবার আদালতে নারাজি দেন সুফিয়ান। সেখান থেকে ফেরার সময় হামলার শিকার হন তৌহিদ। এ হামলার ঘটনায় করা মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করতে আদালত কোতোয়ালি থানাকে নির্দেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত