Ajker Patrika

শিল্পকর্মে শহর নিয়ে নারীদের ভাবনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ মার্চ ২০২২, ১৬: ৫৩
শিল্পকর্মে শহর নিয়ে নারীদের ভাবনা

বাতিঘরে চলছে ‘লেটার্স টু দ্য সিটি’ প্রদর্শনী। শিল্পকর্মে ফুটে উঠেছে শহরে বসবাসকারী নারীদের প্রতিদিনের অভিজ্ঞতা। প্রদর্শনীটির মাধ্যমে শহর নিয়ে নারীদের বিভিন্ন ধরনের ভাবনা ও জেন্ডার-ইকুয়েল শহর সম্পর্কে সংগঠিত কথোপকথন তুলে ধরা হয়েছে।

বনানীতে ‘বাতিঘর-স্মৃতিতে স্মরণে আলী যাকের’ এ গত শুক্রবার এ প্রদর্শনী শুরু হয়। ঢাকা মেমোরি এবং মঙ্গলদীপ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত প্রদর্শনী চলবে ২৬ মার্চ পর্যন্ত। এতে ৩০ জন শিল্পী নিজেদের শিল্পকর্ম নিয়ে অংশ নিচ্ছেন। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত। গত বছরের আগস্ট মাসে ঢাকা মেমোরি টিম ‘অ্যান ওপেন লেটার টু মাই সিটি’ শীর্ষক ক্যাম্পেইনের মাধ্যমে শহর নিয়ে নারীদের চিন্তাভাবনা শেয়ার করার আহ্বান জানায়। এর পরিপ্রেক্ষিতে ক্যাম্পেইনটিতে বিভিন্ন বয়সী ও বিভিন্ন খাতের ১২৯ জন নারী চিঠি জমা দেয়। চিঠিগুলোয় শহর নিয়ে নারীদের আবেগ, সংগ্রামের বিষয়, নস্টালজিয়া, ইচ্ছা, হতাশা, আশা ও ভালোবাসার বিভিন্ন বিষয়গুলো উঠে আসে।

চিঠিগুলোয় প্রকাশিত আবেগ ও ভাবনাগুলো শহরের সঙ্গে নারীদের সম্পর্ক এবং সমাজে বিদ্যমান আরও কিছু রীতি পুনর্বিবেচনা করার সুযোগ তৈরি করে। ‘উইমেন অ্যান্ড দ্য সিটি’ শীর্ষক এক দীর্ঘমেয়াদি ইন্টারডিসিপ্লিনারি প্রকল্পের আওতায় শিল্পীরা তাঁদের শিল্পকর্মের মাধ্যমে সেই আবেগ, ভাবনা এবং আকাঙ্ক্ষাগুলো তুলে ধরেন।

মঙ্গলদীপ ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়ক ফাওজিয়া ইব্রাহীম আজকের পত্রিকাকে জানান, চিঠিপত্র এবং শিল্পকর্ম প্রদর্শনের পাশাপাশি, ঢাকা মেমোরি টিম কালেকটিভ ড্রয়িং, আলোচনা, পত্র পঠন এবং লেখালেখি সেশনের মতো ওপেন স্টুডিও করতে যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত