Ajker Patrika

স্মিথ কি ফিরবেন

আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ০৯: ০৪
স্মিথ কি ফিরবেন

এক চড়কাণ্ড কত কিছুই বদলে দিয়েছিল! সম্মানের পাহাড়চূড়া থেকে যেন নিমেষেই মাটিতে আঁছড়ে পড়েন হলিউড তারকা উইল স্মিথ। অস্কারের মঞ্চে স্ত্রীর সঙ্গে রসিকতা করায় ক্রিস রককে চড় মেরে পুরো পৃথিবীকে যিনি দুভাগে ভাগ করে ফেলেছিলেন। কেউ তাঁর নিন্দা করেছেন, কেউবা তাঁর এমন সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন।

তবে স্মিথ নিজের কাজের জন্য ক্ষমা চেয়েছেন। তাতে মন গলেনি অস্কার কমিটির। ১০ বছরের জন্য অস্কার থেকে নিষিদ্ধ হয়েছেন স্মিথ। সেই অস্কারের রাতেই যেন নির্ধারিত হয়ে গিয়েছিল হলিউডের বেশ কয়েকটি সিনেমার ভাগ্য। সেসবের কোনোটির কাজ থমকে গেছে, কোনোটির নায়ক বদল হচ্ছে। কারণ সিনেমাগুলোর নায়ক উইল স্মিথ!

চড়কাণ্ডের পর তাঁর অভিনীত ‘এমানসিপেশন’ সিনেমার মুক্তিও পিছিয়ে গিয়েছিল। অনেকে ভেবেছিলেন সহসাই ফিরছেন না উইল স্মিথ। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি ফিরছেন। আগামী ২ ডিসেম্বর মুক্তি পাবে স্মিথের ‘এমানসিপেশন’। এ সিনেমায় ক্রীতদাস পিটারের চরিত্রে আছেন স্মিথ। যে তার পরিবারের সন্ধানে পালিয়ে যায়।

যোগ দেয় সেনাবাহিনীতে। মেডিকেল পরীক্ষার সময় তার পিঠে বেত্রাঘাতের দাগ দেখা যায়, যা আমেরিকায় দাসত্বের নিষ্ঠুরতা ও বর্বরতা প্রমাণ করেছে। এমন স্পর্শকাতর চরিত্রে এক নতুন স্মিথের দেখা মিলবে।

স্মিথের আলোচিত কিছু উক্তি

  • টাকা কিংবা সাফল্য মানুষকে বদলে দেয় না, শুধু তার আসল চেহারাটা সামনে নিয়ে আসে।
  • তোমার সবচেয়ে ভালো পাঁচজন বন্ধুর দিকে তাকাও। ওরাই আসলে তুমি। এই ‘তুমি’-কে যদি তোমার পছন্দ না হয়, তাহলে নিশ্চয়ই জানো, তোমার কী করা উচিত। 
  • ভালোবাসার ১০ উপায়: শুনুন, কথা বলুন, প্রার্থনা করুন, উত্তর দিন, ভাগ করুন, উপভোগ করুন, বিশ্বাস করুন, ক্ষমা করুন, প্রতিজ্ঞা করুন।
  • আমি এই পৃথিবীকে ভালো রাখতে চাই। কারণ কোথাও গিয়ে বলতে পারব আমি এখানে ছিলাম।
  • প্রতিটি সমস্যার মুখোমুখি হতে এবং প্রতিটি ব্যথা লুকিয়ে রাখতে হাসি সবচেয়ে ভালো উপায়।
  • আমার জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষাগুলো আমি কোনো স্কুলে শিখিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত