Ajker Patrika

কাজীপুরের শত বছরের ভাসমান পাটের হাট

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
কাজীপুরের শত বছরের ভাসমান পাটের হাট

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল নাটুয়ারপাড়ার কোল ঘেঁষে বয়ে চলা প্রমত্তা যমুনায় অনেকগুলো নৌকার জটলা। এসব নৌকায় বসেছে পাটের হাট। নদীপথে ক্রেতা-বিক্রেতাদের যাতায়াত সুবিধার কারণে ভাসমান এ হাট সরগরম হয়ে ওঠে ভোর থেকেই। চলে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। শত বছর ধরে বসছে নাটুয়ারপাড়ার ব্যতিক্রমী হাটটি। দূরদূরান্ত থেকে নৌকায় করে এ ভাসমান পাটের হাটে আসেন ক্রেতা-বিক্রেতারা। নৌকার পাশাপাশি নদীর পাড়েও প্রচুর পাট বিকিকিনি হয়। সপ্তাহের দুই দিন শনি ও বুধবার বসে এই হাট। 

গত বুধবার সরেজমিনে দেখা গেছে, কাজীপুরসহ পাশের জামালপুরের সরিষাবাড়ী, মাদারগঞ্জ, টাঙ্গাইলের ভূঞাপুর, বগুড়ার ধুনট, শেরপুর ও সারিয়াকান্দির ক্রেতা-বিক্রেতারা ভাসমান এই হাটে পাট কেনাবেচা করতে এসেছেন নৌকায় করে। তীর থেকে ১০০ গজ দূরে নোঙর ফেলে নৌকা থামিয়ে অর্ধশতাধিক নৌকায় কেনাবেচা হচ্ছে পাট। নৌকাতেই হাঁকডাক চলছে। বিক্রেতাদের কাছ থেকে পাট কিনে অন্য নৌকায় উঠিয়ে নিচ্ছেন ব্যাপারীরা। নৌকার পাশাপাশি চরাঞ্চলের একমাত্র পরিবহন ঘোড়ার গাড়িতেও পাট বোঝাই করে স্থানীয় কৃষকেরা পাট বিক্রি করতে আসেন। 

বগুড়ার সারিয়াকান্দি থেকে নাটুয়ারপাড়া চরের এই ভাসমান হাটে পাট বিক্রি করতে এসেছেন মোন্নাত হোসেন। তিনি বলেন, চার বিঘা জমিতে পাটের আবাদ করেছিলেন। ১৬০০ থেকে ২১০০ টাকা মণ দরে পাট বিক্রি করেছেন। এবার পাটের দাম খুব কম। 

ভাসমান এ হাটে পাট কিনতে এসেছেন জামালপুরের ব্যাপারী হবিবর রহমান। তিনি বলেন, ‘নৌপথে যাতায়াত খরচ কম, তাই এখানে এসেছি। আজ (গত বুধবার) ৩১২ মণ পাট কিনেছি। এবার পাটের দাম তুলনামূলক অনেক কম।’ 

কাজীপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, এবার অতিরিক্ত খরার কারণে পাটের আবাদ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যাপ্ত পানি না থাকায় পাট জাগ দিতে সমস্যা হয়েছে। তারপরও মোটামুটি বিঘাপ্রতি ৮-৯ মণ পাট পেয়েছেন কৃষকেরা। 

কাজীপুর থানার ওসি শ্যামল কুমার দত্ত জানান, ডাকাতি ঠেকাতে হাটের দিন যমুনায় পুলিশের বিশেষ টহল থাকে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত