Ajker Patrika

বাপ-বেটার খুনসুটিতে মুগ্ধ দর্শক

বাপ-বেটার খুনসুটিতে মুগ্ধ দর্শক

একজন মেগাস্টার, আরেকজন টালিউডের সুপারস্টার। দেব তৃণমূলের সাংসদ, অন্যদিকে মিঠুন চক্রবর্তী আছেন বিজেপির সঙ্গে। কাজেই মিঠুন আর দেব যখন একসঙ্গে এক সিনেমায়, দর্শকদের মধ্যে আলাদা কৌতূহল তো থাকবেই। গত শুক্রবারই মুক্তি পেয়েছে অভিজিৎ সেন পরিচালিত ‘প্রজাপতি’। এ সিনেমায় পাল্লা দিয়ে অভিনয় করেছেন মিঠুন ও দেব।

বাবা গৌর চক্রবর্তীর বয়স সত্তরের কোঠায় হলেও মনের বয়স এখনও যেন কুড়ি ছুঁইছুঁই। সারা বাড়ি ছুটে বেড়াচ্ছেন। রান্নাঘরে খুন্তি নেড়ে ছেলের পছন্দের টিফিন তৈরি করছেন। ভারী মজার মানুষ। মেয়েকে বিয়ে দিয়েছেন। এবার ছেলের বউ আনতে চান ঘরে। এদিকে কাজপাগল ছেলের মন নেই বিয়েতে।

বাবা-ছেলের দুষ্টু-মিষ্টি সমীকরণ ‘প্রজাপতি’। বাবা-ছেলের প্রতিদিনকার খুনসুটি, মসলাদার রাজনৈতিক আলোচনা কিংবা সমাজের প্রথাগত নিয়মের বাইরে গিয়ে জীবনকে উপভোগ করা- মধ্যবিত্ত সংসারের সাধারণ এসব ঘটনাই সিনেমাটিকে দিয়েছে অসাধারণত্ব। আরও অভিনয় করেছেন মমতা শঙ্কর, অম্বরীশ ভট্টাচার্য, খরাজ মুখোপাধ্যায়, কণীনিকা বন্দ্যোপাধ্য়ায় প্রমুখ।

মুক্তির পর থেকেই দর্শকমহলে দারুণ প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি। মিঠুনকে নিয়ে সিনেমা তৈরি করতে পেরে দেবও খুব খুশি। দুদিন আগেই দেব জানালেন, দেবের বাবা খাবার সরবরাহ করতেন মিঠুনের শুটিংয়ে। তখন থেকেই মিঠুনের সঙ্গে পরিচয় তাঁর। এখন দেবের বাবা মিঠুনের সিনেমার প্রযোজনা করেন। এখনও তাঁদের সম্পর্কটা অনেক বেশি পারিবারিক। তাই রাজনৈতিক জীবনাচার একেবারেই প্রভাব ফেলছে না তাঁদের মাঝে। জানিয়েছেন, তেমন চিত্রনাট্য হলে আবারও একসঙ্গে সিনেমা হবে তাঁদের। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত