Ajker Patrika

‘তিনি এমন কেউ নন যে তাঁকে ছাড়া ভিকারুননিসা চলবে না’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১২: ৪৪
‘তিনি এমন কেউ নন যে তাঁকে ছাড়া ভিকারুননিসা চলবে না’

‘কামরুন নাহার একজন বিসিএস ক্যাডার। তিনি একটি কলেজের অধ্যক্ষ পদে দায়িত্বে ছিলেন। তিনি এখানে থাকতে চান না। তাঁকে জোর করে ভিকারুননিসায় আনা হয়েছে।’ গতকাল মঙ্গলবার আদালতে এভাবেই বলছিলেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহারের আইনজীবী মুশফিক উদ্দিন বখতিয়ার। তবে তাঁর এ ধরনের বক্তব্যে কিছুটা উষ্মা প্রকাশ করে আদালত বলেন, ‘তিনি এমন কেউ নন যে, তাঁকে ছাড়া ভিকারুননিসা চলবে না। এসব কথা কোর্টে বলবেন না।’

সেই সঙ্গে আদালত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার ও অভিভাবক ফোরামের নেতা মীর সাহাবুদ্দিন টিপুর ফোনালাপ ফাঁসের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদন আগামী বছরের ৩১ জানুয়ারির মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছেন। গতকাল মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। আদালত বলেন, এটাই শেষ সময়। এরপর কোনো সময় দেওয়া হবে না।

এর আগে গত ৮ জুলাই ফোনালাপ ফাঁসের ঘটনায় অধ্যক্ষের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট করেন ওই প্রতিষ্ঠানের দুই ছাত্রীর অভিভাবক মোহাম্মদ মোরশেদ আলম। রিটে কামরুন নাহারকে দায়িত্ব পালন থেকে বিরত রাখতে অন্তর্বর্তীকালীন নির্দেশনা চাওয়া হয়।

রিটকারীর আইনজীবী আবদুল্লাহ আল হারুন ভূঁইয়া রাসেল গতকাল শুনানিতে বলেন, দীর্ঘদিন হয়ে গেছে আদালতের আদেশ সত্ত্বেও শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটির রিপোর্ট দাখিল করা হয়নি। উনি অধ্যক্ষ পদে থাকাবস্থায় তদন্ত হলে তা সঠিক হবে না। ওনার বিপক্ষে কেউ রিপোর্ট দেবে না। তাই রিপোর্ট দাখিলের আগ পর্যন্ত কামরুন নাহারকে দায়িত্ব পালন থেকে বিরত রাখা দরকার।

এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার বলেন, এই রিট গ্রহণযোগ্য নয়। আর অধ্যক্ষের আইনজীবী মুশফিক উদ্দিন বখতিয়ার আদালতকে বলেন, ‘প্রাইভেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে রিট চলে না। কামরুন নাহার একজন বিসিএস ক্যাডার। তিনি একটি কলেজের অধ্যক্ষ পদে দায়িত্বে ছিলেন। তিনি এখানে থাকতে চান না। তাঁকে জোর করে ভিকারুননিসায় আনা হয়েছে।’ এ সময় আদালত বলেন, ‘তিনি এমন কোনো লোক নন যে, তাঁকে ছাড়া ভিকারুননিসা চলবে না। এসব কথা কোর্টে বলবেন না।’ পরে আদালত আগামী বছরের ৩১ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত