Ajker Patrika

মাথা গোঁজার ঠাঁই হলো স্বামীহারা ফরিদার

ত্রিশাল প্রতিনিধি
আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১১: ৫৭
মাথা গোঁজার ঠাঁই হলো  স্বামীহারা ফরিদার

অবশেষে সন্তানদের নিয়ে মাথা গোঁজার ঠাঁই পেলেন ত্রিশালের স্বামীহারা ফরিদা। গতকাল শুক্রবার সকালে রকিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁকে ঘরটি বুঝিয়ে দেওয়া হয়।

ঘরের কাজ সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে চাবি হস্তান্তর করেন ফাউন্ডেশনের সমন্বয়ক মো. মিনহাজ। এ সময় আরও উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আপেল মাহমুদ, ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন প্রমুখ।

জানা যায়, প্রায় আট বছর আগে স্বামীকে হারান ফরিদা। এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে খুব কষ্টে কাটছিল তাঁর। ভাঙাচোরা, জরাজীর্ণ পলিথিনে মোড়ানো ঘরে দুই ছেলেমেয়েকে নিয়ে থাকতেন তিনি। তবে একটু ঝড়বৃষ্টি হলেই ঘর ছেড়ে প্রতিবেশীর রান্নাঘর কিংবা থাকার ঘরে আশ্রয় নিতে হতো তাঁকে। এভাবেই চলছিল বেশ কয়েক বছর। বিষয়টি নজরে আসে একজন স্কুলশিক্ষকের। তিনি যোগাযোগ করেন রকিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের সঙ্গে। ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত লোকজন রামপুর ইউনিয়নের কাকচর উত্তরপাড়া গ্রামের প্রত্যন্ত অঞ্চলে খোঁজ নিয়ে এই অসহায় পরিবারটিকে একটি ঘর করে দেয়।

এ সময় ফাউন্ডেশনের সমন্বয়ক মো. মিনহাজ বলেন, ‘এটি আমাদের নবম প্রকল্প। এর আগে আরও ৮টি অসহায় পরিবারকে ঘরে করে দিতে পেরেছি। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত