Ajker Patrika

তফসিলের আগেই মাঠে ৯ সম্ভাব্য প্রার্থী

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ২১: ৫২
তফসিলের আগেই মাঠে ৯ সম্ভাব্য প্রার্থী

তফসিল ঘোষণার আগেই গোপালগঞ্জের কোটালীপাড়ার কুশলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা নির্বাচনে অংশ নিতে মাঠে নেমেছেন। তাঁরা ভোটারদের কাছে গিয়ে দোয়া ও আশীর্বাদ চাচ্ছেন। বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে সম্ভাব্য এসব প্রার্থী নিজেদের উন্নয়ন ভাবনা তুলে ধরছেন।

অনেকে আবার শুভেচ্ছা পোস্টার, ব্যানার-ফেস্টুন দিয়ে প্রার্থিতার কথা জানান দিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের কাছে নিজেদের তুলে ধরার চেষ্টা করছেন।

কুশলা ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য নয়জন প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক নাসির তালুকদার, কুশলা ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি অ্যাডভোকেট বজলুল হক হাওলাদার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, কুশলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিলীপ বাড়ৈ, সাধারণ সম্পাদক শেখ জামান, সাবেক চেয়ারম্যান সুলতান মাহমুদ কালু, উপজেলা আওয়ামী লীগের সদস্য মনির চৌধুরী ও গোপালগঞ্জ জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি লুৎফর রহমান।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল বলেন, ‘আমি কুশলা ইউনিয়ন পরিষদের দুই বার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। এ সময়ে এই ইউনিয়নে সেতু, কালভার্ট, রাস্তা-ঘাট, স্কুল, মাদ্রাসা, মসজিদ, মন্দির ও হাটবাজারের উন্নয়ন করেছি। এ ছাড়া বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃ কালীন ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ নারী উন্নয়নে কাজ করেছি। নারীদের কর্মসংস্থান সৃষ্টির জন্য বিভিন্ন কাজ করেছি। গৃহহীনদের থাকার জন্য ঘর নির্মাণ করে দিয়েছি। যুবসমাজকে মাদক সেবন থেকে ফিরিয়ে আনার জন্য ক্লাবে ক্লাবে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে।’

কামরুল ইসলাম বাদল বলেন, ‘আশা করি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার কাজের মূল্যায়ন করে আবারও আমাকে নৌকার মনোনয়ন দেবেন। আর তিনি যদি এখানে মনোনয়ন পদ্ধতি তুলে দিয়ে উন্মুক্তভাবে নির্বাচন দেন তাহলেও আমি প্রার্থী হব।’

উপজেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম তালুকদার বলেন, ‘আমি এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গ্রাম হবে শহর’ এর বাস্তব প্রতিফলন ঘটাব। ইউনিয়ন থেকে মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিংসহ নানা ধরনের অপরাধ নির্মূল করে ইউনিয়নটিকে একটি মডেল ইউনিয়নে গড়ে তুলব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত