Ajker Patrika

মা জানেন না হরিপদ বেঁচে নেই

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৩: ২৬
মা জানেন না হরিপদ বেঁচে নেই

কাউন্সিলর সোহেলের সহযোগী হরিপদ সাহা প্রতিদিনের মতো ঘটনার দিন দুপুরে মাকে খাইয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। মায়ের দোয়া নিয়েছেন, নিরাপদে যেন মায়ের কাছে ফিরে আসতে পারেন। কিন্তু মায়ের কাছে আর ফেরা হয়নি তাঁর। এদিকে গেল দুদিন তাঁর অনুপস্থিতিতে বাকশক্তি হারানো শতবর্ষী অসুস্থ মা রেনু বালা অস্থির হয়ে পড়েছেন। মুখে বলতে না পারলেও বাড়িতে কেউ গেলেই তাঁর দিকে তাকিয়ে থাকেন। ইশারায় জিজ্ঞেস করেন, হরিপদ কোথায়?

হরিপদ সাহার শেষকৃত্যও হয়ে গেছে। গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে টিক্কারচর শ্মশানে তাঁর শেষকৃত্য হয়েছে। তবে ১০৩ বছর বয়সী রেনুবালা সাহা সেই সংবাদ এখনো তাঁকে জানাননি স্বজনেরা। ভয়, হরিপদের নির্মম মৃত্যুর খবর বৃদ্ধা মায়ের সহ্য করার ক্ষমতা নেই।

হরিপদ সাহার তিন বোন। তিনি সবার ছোট। বাবা বেঁচে নেই। পাঁচ মাস হলো তাঁর স্ত্রীও মারা গেছেন। তাঁর কোনো সন্তান নেই।

বোনেরা থাকেন স্বামীর বাড়িতে। মা রেনু বালাকে নিয়ে থাকতেন হরিপদ। অসুস্থ বৃদ্ধ মায়ের দেখাশোনা করতেন তিনি। হরিপদরের বাড়ি নগরীর সাহাপাড়ায়। তিনি ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ছিলেন।

প্রতিবেশীরা জানান, বৃদ্ধ মাকে হরিপদই দেখাশোনা করতেন। তাঁর মা বিছানা থেকে উঠতে পারেন না। তাঁর সব কাজ পরিপদ করে দিতেন।

হরিপদ সাহার বোন রিনু বালা বলেন, ‘আমাদের বিয়ে হয়ে যাওয়ায় সবাই স্বামীর বাড়িতে থাকি। ভাই মাকে দেখাশোনা করতেন। আমরা মাঝে মধ্যে আসি। ভাই নাই, তাই মাকে তিন বোন পালাক্রমে দেখাশোনা করছি। ভাইকে না দেখতে পেয়ে মা ছটফট করছেন। ঠিকমতো ঘুমাচ্ছেন না। কিছু বলতে পারছেন না। শুধু চোখ দিলে জল গড়াচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত