Ajker Patrika

লালমনিরহাট মুক্ত দিবস আজ

লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৬
লালমনিরহাট মুক্ত দিবস  আজ

আজ ৬ ডিসেম্বর লালমনিরহাট হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে লালমনিরহাট পাকিস্তানি হানাদার বাহিনী মুক্ত হয়।

হানাদার মুক্ত দিবস প্রতিবছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলেও এবার করোনাভাইরাসের কারণে কর্মসূচি কিছুটা সংক্ষিপ্ত করেছে লালমনিরহাট জেলা প্রশাসন। কর্মসূচির মধ্যে রয়েছে তোরণ নির্মাণ, ব্যানার, আলোকসজ্জা ও সন্ধ্যায় ভার্চুয়াল আলোচনা সভা।

জানা যায়, ভারতীয় মিত্রবাহিনী ও বীর মুক্তিযোদ্ধারা লালমনিরহাট শহরকে হানাদার মুক্ত করতে তিনদিক থেকে ঘিরে ফেলে আক্রমণ পরিচালনা করে। মিত্রবাহিনী ও বীর মুক্তিযোদ্ধাদের যৌথ আক্রমণে পাকিস্তান হানাদার বাহিনী বিপর্যয়ের মুখে ছত্রভঙ্গ হয়ে যায়। তাঁদের পরাজয় নিশ্চিত জেনে ৫ ডিসেম্বর গভীর রাতে লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে পাক হানাদার বাহিনী, রাজাকার, আলবদর, আলসাম্স ও তাদের দোসর অবাঙালিরা দুটি স্পেশাল ট্রেন যোগে রংপুর ও সৈয়দপুরে পালিয়ে যায়। পরেরদিন ৬ ডিসেম্বর লালমনিরহাট জেলা পাক হানাদার মুক্ত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত