Ajker Patrika

দুটি শাপলাপাতা মাছ জব্দ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১২: ২৩
দুটি শাপলাপাতা মাছ জব্দ

পটুয়াখালীর কলাপাড়া বাজার থেকে দুটি শাপলাপাতা মাছ জব্দ করেছে বন বিভাগ। গতকাল মঙ্গলবার পৌর শহরের মাছবাজার থেকে মাছ দুটি জব্দ করা হয়। এ সময় মাছ একনজর দেখতে ভিড় জমায় স্থানীয় উৎসুক জনতা।

স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা যায়, গত সোমবার রাতে উপজেলার মহিপুর থেকে এক মৎস্য ব্যবসায়ী পাঁচ মণ ওজনের একটি শাপলাপাতা মাছ কলাপাড়া বাজারে বিক্রি করতে নিয়ে আসেন। মঙ্গলবার সকালে বন বিভাগের কর্মীদের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান। পরে মাছটি উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের নির্দেশক্রমে মাটিচাপা দেওয়া হয়। একই দিন ৩ মণ ওজনের আরেকটি শাপলাপাতা মাছ জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মনির (৩৫) নামের এক ক্রেতার কাছ থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মণ্ডল। তবে বিক্রেতাকে আটক করা যায়নি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহাকরী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মণ্ডল বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাছটি জব্দ করা হয়েছে। শাপলাপাতা মাছ ধরা, বিক্রি ও মজুত সম্পূর্ণ অবৈধ। যারা শাপলাপাতা মাছ ধরে তাঁদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে।’

কলাপাড়া উপজেলা বন কর্মকর্তা আবদুস সালাম বলেন, ‘শাপলাপাতা মাছ ধরা এবং বিক্রি সম্পূর্ণ অবৈধ। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মাছটি জব্দ করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত