Ajker Patrika

মাগুরায় বেড়েছে লাকড়ির দামও, বিপাকে নিম্নবিত্তরা

মাগুরা প্রতিনিধি
আপডেট : ১৬ মার্চ ২০২২, ১২: ১৩
মাগুরায় বেড়েছে লাকড়ির দামও, বিপাকে নিম্নবিত্তরা

মাগুরায় নিত্যপণ্যের দামের পাশাপাশি বাড়তে শুরু করেছে লাকড়ির দাম। স্থানীয় বাসিন্দারা বলছেন, গ্যাসের দাম বাড়ার পর অনেকেই লাকড়ি পুড়িয়ে রান্না শুরু করেছিলেন, কিন্তু ইট তৈরির মৌসুম চলায় ইটভাটাগুলো এখন বিপুল পরিমান লাকড়ি সংগ্রহ করছে। এতেই খুচরা বাজারে বেড়েছে লাকড়ির দাম।

গতকাল মঙ্গলবার নতুন বাজার এলাকার এক খড়ির আড়তে রান্নার জন্য লাকড়ি কিনতে আসা শরিফুল হক বলেন, ‘১২ কেজির এলপি গ্যাসের সিলিন্ডার ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। দাম বাড়ার পর থেকে গ্যাস বন্ধ রেখে লাকড়ি দিয়ে রান্নার কাজ চালাচ্ছি। গত সপ্তাহে মনপ্রতি লাকড়ির দাম ছিল ১২০ টাকা। কিন্তু আজ সেই লাকড়ির দাম মনপ্রতি ৫০ টাকা করে বেড়ে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। শুনছি যে, ইটভাটাগুলো চালু হওয়ায় সব খড়ি ওখানে চলে যাচ্ছে। এখন আমার মতো স্বল্প বেতনে চলা মানুষের তো রান্না করে খাওয়াটাও দায় হয়ে দাঁড়াল।

জেলার সব থেকে বড় খড়ির আড়ত তেঁতুল তলা এলাকায়। সেখানে গিয়ে দেখা যায়, নসিমনে বোঝাই হচ্ছে নানান গাছের কাটা অংশ। বিক্রেতারা জানান, এগুলো ইটভাটার মালিকেরা কিনে নিয়েছেন। এখন এসব গুড়ি ও গাছের অংশ ভাটাগুলোতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

প্রদীপ বাবু নামের তেঁতুল তলার এক খড়ি বিক্রেতা বলেন, ‘গাছ কেটে সেখানে থেকে আড়তে আনতে মনপ্রতি লাকড়িতে খরচ পড়ছে ১২০-১৪০ টাকা। ২০-৩০ টাকা লাভ রেখে তা ছেড়ে দিচ্ছি। তবে মাগুরায় যতগুলো ইটভাটা আছে সেগুলোতে এখন লাকড়ির প্রচুর চাহিদা। এ জন্য সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী  লাকড়ির জোগান দিতে আমরা হিমশিম খাচ্ছি। সম্প্রতি লাকড়ির দাম কমবে বলে মনে হচ্ছে না।’

মাগুরা ভোক্তা অধিকার কর্মকর্তা মামুন হোসেন মুঠোফোনে বলেন, গ্যাসের দাম বাড়ার সঙ্গে লাকড়ির দাম বাড়ার কোনো সম্পর্ক নেই। তবে লাকড়ির ক্ষেত্রে নির্ধারিত কোনো দাম নেই। এ জন্য বিক্রেতারা তাঁদের ইচ্ছামতো দাম নিতে পারেন। তবে স্থানীয় বাসিন্দারা যদি সুনির্দিষ্ট প্রমাণসহ লাকড়ির দাম বেশি নেওয়ার বিষয়ে অভিযোগ করেন তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত