Ajker Patrika

স্বামীর পরিচয়ে গৃহবধূকে ধর্ষণ অভিযুক্ত গ্রেপ্তার

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৪: ৩৮
স্বামীর পরিচয়ে গৃহবধূকে ধর্ষণ অভিযুক্ত গ্রেপ্তার

লক্ষ্মীপুর কমলনগরের গৃহবধূকে ধর্ষণে ঘটনায় অভিযুক্ত লোকমানকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার চর লরেন্স গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।

তিনি ভোলা মাইজচরার বাসিন্দা ছিলেন। পরে এ ঘটনায় দায়ের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

জানা যায়, গত মঙ্গলবার রাতে অভিযুক্ত লোকমান ওই গৃহবধূর স্বামী পরিচয় দিয়ে তাঁকে দরজা খুলতে বলেন। তিনি দরজা খোলার সঙ্গে সঙ্গে মুখ বেঁধে বাড়ির পাশের খেতে নিয়ে তাঁকে ধর্ষণ করেন। পরে অবস্থা আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

ধর্ষণের শিকার ওই গৃহবধূ বলেন, ‘লোকমান আমার স্বামীর পরিচয়ে দরজা খুলতে বলেন। দরজা খুলতেই আমার মুখ চেপে ধরে। আমি চিৎকার করতে চাইলে মারধর করে ধর্ষণ করেন।’

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে চর লরেন্স গ্রাম থেকে অভিযুক্ত লোকমানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ধর্ষণের বিষয় স্বীকার করায় তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে জেলে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত