Ajker Patrika

বাবাকে হারিয়ে তিন বোন দিশেহারা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৩: ১৩
বাবাকে হারিয়ে তিন বোন দিশেহারা

মাদারীপুরের শিবচর উপজেলার পূর্ব শ্যামাইল গ্রামে প্রতিপক্ষের হাতে খুন হওয়া দাদন চোকদারের পরিবার দিশেহারা হয়ে পড়েছে। কিশোরী সোহাগী আক্তারসহ (১৪) তিন সন্তান নিয়ে বিপাকে পড়েছেন দাদনের স্ত্রী রুবি বেগম।

দাদন চোকদারের বড় মেয়ে সোহাগী আক্তার সুস্মিতা বলেন, ‘ঘরে খাবার নাই। চাল নাই, ডাল নাই। স্কুলে বার্ষিক পরীক্ষা। বেতনের টাকা নাই। আমরা কোথায় যামু? আমার আব্বারে ওরা কুপাইয়া মাইরা ফেলল! আমরা কেমন করে বাঁচব।’

গত ২৩ নভেম্বর দুপুরে শিবচর বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের নজরুল শেখ, সেলিম শেখসহ কয়েকজন শত্রুতার জের ধরে মৎস্যজীবী দাদন চোকদারের ওপর হামলা করে। কুপিয়ে বাম পা বিচ্ছিন্ন করে ফেলে। বুকে ও মাথায় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে রাস্তার পাশে ফেলে রাখে। উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। দাদন চোকদার শিবচর পৌরসভার পূর্ব শ্যামাইল গ্রামের বাসিন্দা ছিলেন।

শিবচর থানা সূত্রে জানা গেছে, হত্যাকান্ডের শিকার দাদনের ভাই পান্নু চোকদার বাদী হয়ে মামলা করেছেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ ও ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

দাদন চোকদারের স্ত্রী রুবি বেগম বলেন, ‘এই বাড়ি ছাড়া আমাদের আর কিছুই নাই। আমার স্বামী যখন যে কাজ পাইত তা করেই সংসার চালাত। আমার স্বামীরে দিনের আলোতে প্রকাশ্যে মাইরা ফেলল। এখন ছোট ছোট বাচ্চা নিয়া কোথায় যামু? কে আমার বাঁচ্চাদের পড়া লেখার খরচ দেবে। কে আমাদের দেখবে। আমরা গরিব মানুষ। প্রকাশ্যে যাঁরা আমার স্বামীকে হত্যা করলো তাদের বিচার কি হবে না!’

মাদারীপুরের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, ‘এ ঘটনায় দাদনের ছোট ভাই পান্নু চোকদার বাদী হয়ে নজরুল শেখকে প্রধান আসামি করে শিবচর থানায় ১৩ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেছেন। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত