Ajker Patrika

সাংবাদিক রফিকুল আনোয়ারের মৃত্যু

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২২ জুন ২০২২, ১৩: ৫৬
সাংবাদিক রফিকুল আনোয়ারের মৃত্যু

নোয়াখালীর জ্যেষ্ঠ সাংবাদিক মো. রফিকুল আনোয়ার (৫৫) মারা গেছেন। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানী ঢাকায় নিজ বাসায় মারা যান তিনি। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে মানিকপুর জামে মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। রফিকুল আনোয়ার দৈনিক নোয়াখালী প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক ছিলেন।

রফিকুল আনোয়ারের মৃত্যুর খবরে নোয়াখালীর সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা বিবৃতিতে বলেছেন, নোয়াখালী অঞ্চলে স্বাধীন সাংবাদিকতাকে এগিয়ে নিতে যারা অগ্রণী ভূমিকা রেখেছেন রফিকুল আনোয়ার ছিলেন তাদের অন্যতম। পেশার মর্যাদা রক্ষায় তাঁর সাহসী ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে নোয়াখালীর সাংবাদিক সমাজ একজন বলিষ্ঠ অভিভাবক হারাল। তিনি দীর্ঘ ৩৫ বছর সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত ছিলেন।

রফিকুল আনোয়ারের মৃত্যুতে গভীর শোক এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, মওদুদ আহমদ গ্লোবাল ফাউন্ডেশনের আহ্বায়ক আবদুর রহিম বাহার, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল করিম জুয়েল, সিরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল ইসলাম তানভীর এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনসহ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত