Ajker Patrika

‘বি’ ইউনিটের ফল প্রকাশ

শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১২: ৫৪
‘বি’ ইউনিটের ফল প্রকাশ

প্রথমবারের মতো অনুষ্ঠিত গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০ বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফল প্রকাশ হয়েছে। গত মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে গুচ্ছ ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (www.gstadmission.ac.bd) ফল প্রকাশ করা হয়। ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফল জানা যাবে।

গুচ্ছ ভর্তি পরীক্ষার কোর কমিটির যুগ্ম আহ্বায়ক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানান, পরীক্ষার ফল ওয়েবসাইট থেকে জানা যাবে। পরীক্ষায় ১০০ নম্বরের ভেতর ৯৩.৭৫ পেয়ে এক শিক্ষার্থী প্রথম হয়েছেন। এ ছাড়া সর্বনিম্ন স্কোর মাইনাস ৭ পেয়েছেন এক শিক্ষার্থী। এ দিকে দুটি উত্তরপত্র বাতিল হয়েছে এবং টেকনিক্যাল সমস্যার কারণে তিনজনের ফল প্রকাশ করা সম্ভব হয়নি।

উপাচার্য বলেন, ‘এক শ্রেণির কোচিং ব্যবসায়ী গুচ্ছের ফলাফলের ব্যাপারে গুজব ছড়াচ্ছে। আমাদের টেকনিক্যাল বোর্ড শতভাগ রেজাল্ট করতে পেরেছে। কারও যদি সমস্যা মনে হয় তাহলে আমদের ওয়েবসাইটে পুনর্মূল্যায়ন করার জন্য আবেদন করতে পারবেন।’

গুচ্ছ পদ্ধতির ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, ২৪ অক্টোবর সারা দেশে ২২টি কেন্দ্রে একযোগে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সাড়ে ৩ হাজার আসনের বিপরীতে আবেদন করেন ৬৭ হাজার ১১৭ জন। এর মধ্যে প্রায় ৯৫ শতাংশ শিক্ষার্থী ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেন। আগামী ১ নভেম্বর ২২টি কেন্দ্রে বাণিজ্য বিভাগের (‘সি’ ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

আদালতে আসামির স্বীকারোক্তি—১০ লাখ টাকা লোন দেয়নি বলে ব্যাংকে চুরির সিদ্ধান্ত নিই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত