Ajker Patrika

বিজয় দিবসের টিভি আয়োজন

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১০: ০১
বিজয় দিবসের টিভি আয়োজন

আগামীকাল মহান বিজয় দিবস। সারা দেশে উদ্‌যাপিত হবে বিজয়ের ৫০ বছর পূর্তি উৎসব। টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা।

বিটিভি
আগামীকাল রাত ৯টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘সেই পুরানো শকুন’। রচনা হারুন রশীদ। প্রযোজনা এল রুমা আক্তার। অভিনয়ে ফখরুল বাশার, সাঈদ বাবু, ফারহানা মিঠু, মোহাম্মদ বারি, আইনুন পুতুল, ইভান, মোস্তাফিজুর রহমান, সৈয়দ মোশারফ, তানভির প্রমুখ। এ ছাড়া দিনের অন্যান্য আয়োজনে থাকবে গানের অনুষ্ঠান, আলোচনা অনুষ্ঠান ও শিশুতোষ অনুষ্ঠান। মাহফুজা আক্তারের প্রযোজনায় দুটি শিশুতোষ অনুষ্ঠান প্রচার করবে বিটিভি। অনুষ্ঠানে অংশ নেবে ৫০ জন শিশু। মুক্তিযুদ্ধের স্মৃতি ও অভিজ্ঞতা জানাবেন নাসির উদ্দীন ইউসুফ। থাকবে শিশুদের নাচ, গান ও আবৃত্তি।

চ্যানেল আই
মহান বিজয়ের মাসের প্রথম প্রহর থেকেই চ্যানেল আই প্রচার করছে মুক্তিযুদ্ধের বিশেষ অনুষ্ঠান। আগামীকাল সকাল ৯টা ৪০ মিনিটে প্রচারিত হবে ‘তৃতীয় মাত্রা’র বিশেষ পর্ব। বেলা ১০টা ৫ মিনিটে থাকছে ‘মুক্তিযুদ্ধ প্রতিদিন’। বেলা ১টা ৪০ মিনিটে আলোচনা অনুষ্ঠান ‘মুক্তিযুদ্ধের বই’। বিকেল ৩টা ৩০ মিনিটে থাকছে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র। রাত ৯টায় চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে ‘সৃজনে অর্জনে ৫০’। শাইখ সিরাজের পরিকল্পনা ও উপস্থাপনায় বিশেষ এই অনুষ্ঠানের শেষ পর্ব প্রচারিত হবে কাল।

‘জনক ৭১’ নাটকের দৃশ্যআরটিভি
আজ রাত ৮টায় আরটিভি প্রচার করবে বিশেষ নাটক ‘জনক ৭১’। রচনা আনিসুল হক, পরিচালনা জুবায়ের ইবনে বকর। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, আল মনসুর, ইরফান সাজ্জাদ, নাবিলা প্রমুখ। মুক্তিযুদ্ধে একমাত্র ছেলের শহীদ হওয়ার খবরে কান্নায় ভেঙে পড়েন শামসু মাস্টার। তাঁর কান্নার কারণ, তাঁর আরেকটি ছেলে নেই, যাকে তিনি যুদ্ধে পাঠাবেন।

নাগরিক টিভি
তিন দিনের বিশেষ আয়োজনে নাগরিক টিভি প্রচার করবে ৩টি নাটক ও ১৫টি সিনেমা। আজ রাত ৯টায় রয়েছে নাটক ‘গল্পটি তোমার আমার’। নবীন হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাইনুল হাসান খোকন। অভিনয়ে রওনক হাসান, ফারজানা রিক্তা প্রমুখ। দিনের বিভিন্ন সময়ে প্রচারিত হবে ছায়াছবি ‘মীর জাফর’, ‘বিদ্রোহী কন্যা’, ‘দেশপ্রেমিক’, ‘আমার জন্মভূমি’, ‘মেঘের অনেক রং’।

আগামীকাল রাত ৯টায় থাকছে নাটক ‘জয় বাংলা’। রচনা তারান্নুম আফরিন, পরিচালনায় প্রিন্স খান। অভিনয়ে সজল, সাদিয়া জাহান প্রভা প্রমুখ। ওই দিন প্রচারিত হবে ছায়াছবি ‘আলোর মিছিল’, ‘আমার দেশ আমার প্রেম’, ‘কমান্ডার’, ‘বিক্ষোভ’, ‘ওরা ১১ জন’।

মাছরাঙা
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার করবে বিজয় দিবসের বিশেষ প্রামাণ্যচিত্র ‘৭১: জাগিয়ে তোলার মন্ত্র’। পরিকল্পনা ও উপস্থাপনা রাশেদ আহমেদ। রাত ১০টা ৩০ মিনিটে থাকছে নাটক ‘রবির আবির’। পরিচালনায় অরণ্য পলাশ। অভিনয়ে মোশাররফ করিম, এলিনা শাম্মী প্রমুখ। রাত ১১টা ৩০ মিনিটে শওকত আলীর ‘কোথায় আমার ভালোবাসা’ গল্প অবলম্বনে অনুনাটক ‘স্মৃতিঘর’। পরিচালনায় আশফাকুর রহমান আশিক। অভিনয়ে সানজিদা প্রীতি, ইরেশ যাকের, শাম্মী, আকরাম খান প্রমুখ। রাত ১২টায় ছায়াছবি ‘দাঙ্গা’। পরিচালনায় কাজী হায়াৎ। অভিনয়ে মান্না, সুচরিতা, রাজীব।

ডকু-ড্রামা ‘দুইটি যুদ্ধের একটি গল্প’র দৃশ্যদীপ্ত টিভি
দীপ্ত টিভিতে সকাল ৯টায় প্রচারিত হবে চলচ্চিত্র ‘চিত্রা নদীর পারে’। তানভীর মোকাম্মেল পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, আফসানা মিমি, মমতাজউদ্‌দীন আহমেদ প্রমুখ।

দুপুর ১২টা ১০ মিনিটে রয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক ডকু-ড্রামা ‘দুইটি যুদ্ধের একটি গল্প’। ফুয়াদ চৌধুরীর পরিকল্পনা ও পরিচালনায় সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ডকু-ড্রামাটিতে অভিনয় করেছেন রিয়াদ রায়হান, অহনা মিথুন, মির্জা শাকিব, জয়শ্রী মজুমদার লতা ও চট্টগ্রামের নান্দিমুখ থিয়েটারের একদল নাট্যকর্মী। বেলা ২টায় থাকছে চলচ্চিত্র ‘ভুবন মাঝি’, অভিনয়ে পরমব্রত চট্টোপাধ্যায়, অপর্ণা ঘোষ, নওশাবা। বিকেল ৪টা ৩০ মিনিটে ছায়ানট নিবেদিত অনুষ্ঠান ‘রূপান্তরের গান’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত