Ajker Patrika

অবিলম্বে খোলার দাবি শিক্ষার্থীদের

জাবি প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৬: ৩৬
অবিলম্বে খোলার দাবি শিক্ষার্থীদের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) খোলা সংক্রান্ত উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) উপাচার্যের বক্তব্য প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেন ছাত্ররা।

সংবাদ সম্মেলনে বলা হয়, ‘প্রশাসন বলছে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার প্রস্তুতি জোর তালে চলছে, অন্যদিকে হল খোলার তারিখ ঘোষণা করতে টালবাহানা করছে। আমরা এই প্রশাসনকে দেখেছি নিজেদের স্বার্থে সিন্ডিকেট ডেকে ২ ঘণ্টার মধ্যে হল খালি সিদ্ধান্ত গ্রহণ করতে। এখন অনেক বিশ্ববিদ্যালয় যখন খুলে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে তখন আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভা নিয়ে গড়িমসি করছে।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দর্শন বিভাগের ৪৫ তম ব্যাচের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম রিহান বলেন, ‘উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম জানিয়েছেন ১৫ অক্টোবরের পর যে কোনো দিন বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হতে পারে। আমরা তাঁর এই বক্তব্য প্রত্যাখ্যান করছি। বিশ্ববিদ্যালয় সচল করবার প্রস্তুতি যদি এতই জোরালো হয়ে থাকে, তাহলে হল খুলতে কেন আরও এক মাসেরও বেশি সময় লাগবে?’

রিয়াজুল বলেন, ‘শনাক্তের হার পাঁচ শতাংশের নিচে নেমে আসার পরও কেন বিশ্ববিদ্যালয় আরও ১ মাস বন্ধ রাখতে হবে? দীর্ঘ ১৮ মাস ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় অপূরণীয় ক্ষতির সম্মুখীন হচ্ছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দুঃখ-দুর্দশা লাঘবের লক্ষ্য থাকলে কোনো শিক্ষক শিক্ষার্থীদের জীবন থেকে এক মাস তো দূরের কথা, এক দিনও অপচয় করতে চাইবেন না।’

রিয়াজুল ইসলাম রিহান বলেন, ‘বিশ্ববিদ্যালয় সচল করবার অনুকূল পরিবেশ তৈরি হওয়ার পরেও আরও এক মাস কালক্ষেপণের সিদ্ধান্ত শিক্ষার্থীদের ওপর মরার ওপর খাঁড়ার ঘায়ের ন্যায়। শিক্ষার্থীরা এই অন্যায় সিদ্ধান্ত মানবে না। আমরা চাই ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল খুলে দেওয়া হোক। আমরা ক্লাসে ফিরতে চাই, আমরা নিয়মিত শিক্ষা কার্যক্রমে ফিরতে চাই। কারও স্বার্থে, কোনো হীন উদ্দেশ্যে আমাদের প্রাণের ক্যাম্পাস আরও এক মাস বন্ধ থাকুক, সেটা আমরা চাই না।’

সংবাদ সম্মেলনের সময় উপস্থিত ছিলেন জাবি সংসদ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রাকিবুল রনি ও বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক শোভন রহমান ও সাধারণ সম্পাদক আবু সাইদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত