Ajker Patrika

বিলুপ্তির ৫ দিন পর আহ্বায়ক কমিটি

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৩: ০১
বিলুপ্তির ৫ দিন পর আহ্বায়ক কমিটি

বিলুপ্ত ঘোষণার পাঁচ দিন পর কুমিল্লা উত্তর জেলা জাতীয় পাটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় ৭১ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেন পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

কুমিল্লা-২ আসনের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব মো. আমির হোসেন ভূঁইয়াকে আহ্বায়ক করে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলীয় গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে এ কমিটির অনুমোদন দিয়েছেন। জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এর আগে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপনির্বাচন থেকে জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী লুৎফুর রেজা খোকন কেন্দ্রকে না জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এ জন্য তাঁকে দল থেকে বহিষ্কার করার পাশাপাশি বিলুপ্ত করা হয় কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির কমিটি। এর আগে কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পাটির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে পুনরায় কমিটি গঠন করা হয়েছিল। স্থানীয় নেতা-কর্মীরা এ কমিটি ভাঙা গড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।

উত্তর জেলা জাতীয় পাটির কমিটিতে সৈয়দ মো. ইফতেকার আহসান (হাসান) সদস্যসচিব ও মো. আলমগীর হোসেন, এ টি এম মঞ্জুরুল ইসলাম শামীম, মো. খোকন উদ্দিন প্রধান, নূর-ই আলম সিদ্দিকী, মো. রেজাউল করিম মাস্টার, মো. মফিজ উদ্দিন মাস্টার ও মো. আলমগীর হোসেনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।

কুমিল্লা উত্তর জেলা জাতীয় পাটির নবগঠিত কমিটির আহ্বায়ক মো. আমির হোসেন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘কুমিল্লা উত্তর জেলা দেশের একটি গুরুত্বপূর্ণ এলাকা। আমি দীর্ঘদিন এ জেলার সাধারণ সম্পাদক ছিলাম। পাঁচ বছর সাংসদ ছিলাম। ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি ছিলাম। আমার এ অভিজ্ঞতা দিয়ে দলকে সংগঠিত করব। দল আমাকে দায়িত্ব দিয়েছে। সম্মেলনের মাধ্যমে একটি সুন্দর কমিটি উপহার দেব।’

জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম আজকের পত্রিকাকে বলেন, কুমিল্লার ঘটনায় কেন্দ্র ক্ষুব্ধ হয়েছে। তাই দুটি কমিটি বিলুপ্ত করে নতুন করে আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। দলের শৃঙ্খলা পরিপন্থী কাজ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ থেকে নেতা–কর্মীরা শিক্ষা নেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে রদবদল

গাজীপুরে রাস্তা বন্ধ করে চলাচল করা সেই পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ভারতসহ একসঙ্গে তিন দেশ সামলাবেন মার্কিন রাষ্ট্রদূত, দিল্লিতে মিশ্র প্রতিক্রিয়া

নারীর সঙ্গে ঝগড়ার পর রূপসা সেতু থেকে নিচে লাফ দেন সাংবাদিক বুলু: কোস্ট গার্ড

ডাকসু প্রার্থীকে দলবদ্ধ ধর্ষণের হুমকি, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত