Ajker Patrika

উৎপাদন ব্যয় বাড়ায় ক্ষতির শঙ্কা চরবাসীর

আমিনুল হক, ফুলছড়ি (গাইবান্ধা) 
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ২২: ১৪
উৎপাদন ব্যয় বাড়ায় ক্ষতির শঙ্কা চরবাসীর

তেলের দাম বৃদ্ধি পাওয়ায় গাইবান্ধার ফুলছড়ির চরাঞ্চলে বিপাকে পড়েছেন চাষিরা। এতে ফসল উৎপাদনের ব্যয় বেড়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়ার শঙ্কা করছেন তাঁরা। এ ছাড়া প্রতিদিনই বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। দৈনন্দিন চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন চরের মানুষ।

জানা যায়, সম্প্রতি সরকার ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ১৫ টাকা বাড়িয়েছে। এতে কেরোসিন ও ডিজেলের দাম ৬৫ টাকা থেকে বেড়ে ৮০ টাকা কার্যকর করা হয়েছে।

হঠাৎ জ্বালানি তেলের দাম বাড়ায় উপজেলার চরাঞ্চলের কৃষকের মধ্যে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। সেচনির্ভর শীতকালীন শাকসবজি, ভুট্টা, মরিচসহ বিভিন্ন ফসল উৎপাদনের খরচ বেড়ে গেছে। রবি মৌসুমের শুরুতেই হঠাৎ খরচ বাড়ায় বিপাকে পড়েছেন এ অঞ্চলের চাষিরা।

সরেজমিনে উপজেলার ফজলুপুর, এরেন্ডাবাড়ী ও ফুলছড়ি ইউনিয়নের চরাঞ্চলে দেখা গেছে, কৃষকেরা রবি মৌসুমে শীতকালীন সবজি, ভুট্টা ও ধান চাষে ব্যস্ত সময় পার করছেন। এ অঞ্চলের কৃষকেরা ফসল ফলাতে একেবারেই সেচের ওপর নির্ভরশীল।

তাঁরা জানান, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে সেচনির্ভর ফসল বিশেষ করে ভুট্টা, আমন ধান, মরিচ ও শাকসবজিতে লাভের পরিবর্তে লোকসান গুনতে হবে। তেলের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের ওপর চাপ বেড়েছে। মানুষের দৈনন্দিন জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।

পূর্ব গাবগাছি গ্রামের কৃষক সায়েদ আলী বলেন, ‘তেলের দাম এভাবে বৃদ্ধি পাবে ভাবতে পারি নাই। এখন সেচ ছাড়া কোনো ফসল হয় না।

এমনিতে জমিতে আবাদ করে খুব একটা লাভ হয় না। তেলের দাম বাড়ায় উৎপাদন খরচও বেড়ে গেছে।’ প্রায় একই ধরনের কথা জানান, ফজলুপুর ইউনিয়ন খাটিয়ামারী গ্রামের কৃষক আব্দুর রশিদ, জালাল উদ্দিন ও এনছার আলী।

তাঁরা বলেন, ‘নদীভাঙনের কারণে কৃষকদের অনেক জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। কৃষিজমি আগের তুলনায় কমে গেছে। যার যেটুকু জমি আছে, তাতে আবাদ করে কোনো রকমে সংসার চলে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে এবার ক্ষতির সম্মুখীন হতে হবে।’

ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর মণ্ডল বলেন, জ্বালানি তেলের সবচেয়ে বেশি ব্যবহার হয় গ্রামাঞ্চলে। কৃষকদের ফসল উৎপাদনে একটা বড় অংশ খরচ সেচকাজে। সেখানে ডিজেল ব্যবহার হয়। চলতি বোরো মৌসুমে ডিজেলের দাম বাড়ায় ফসলের উৎপাদন খরচ বেড়ে যাবে। বাড়তি খরচ দিয়ে ফসল উৎপাদনের পর কৃষকপণ্যের দাম না পেলে ক্ষতিগ্রস্ত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত