Ajker Patrika

সৌর বিদ্যুতের মডিউল তৈরির কৃতিত্ব শিক্ষকের

খুবি প্রতিনিধি
আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৪: ৩৭
সৌর বিদ্যুতের মডিউল তৈরির কৃতিত্ব শিক্ষকের

কম খরচে সৌর বিদ্যুতের একক মডিউল বানিয়ে সফল হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. সালাহউদ্দীন মিনা। এ সাফল্য আগামী দিনে দেশের জ্বালানি চাহিদা পূরণে যুগান্তকারী ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। গবেষণাটি দক্ষিণ কোরিয়ার ইনচন ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জুমহো কিনের তত্ত্বাবধানে করা হয়েছে।

সৌর বিদ্যুতের একক মডিউল বা সৌর প্যানেল হল অনেকগুলো একক কোষের সন্নিবেশ। কোষগুলো সূর্যের আলো সরাসরি শোষণ করে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে যা পুরোপুরি পরিবেশবান্ধব একটি প্রক্রিয়া।

গবেষণায় দেখা গেছে, ‘খার উপাদান মিশ্রণ পদ্ধতি ব্যবহার করে উচ্চমানের আলো শোষণকারী পাতলা ফিল্মের (সোলার সেল) উৎপাদন পদ্ধতি’ ব্যবহার করে খুব কম খরচে পানির দ্রবণের মাধ্যমে সৌর বিদ্যুতের একক মডিউল বানানো সম্ভব। এই উদ্ভাবনের ফলে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন সহজ হবে। একই সঙ্গে সৌর কোষ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের এই প্রক্রিয়াটি অর্থনৈতিক দিক থেকে আরও সাশ্রয়ী হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, ন্যানো ফটো ইলেকট্রনিকস ডিভাইসের ল্যাবে গবেষণাটি করা হয়। সালাহউদ্দীন মিনার এ উদ্ভাবনটি বর্তমানে কোরিয়ান সরকারের মেধাস্বত্ব (পেটেন্ট) হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে গবেষক সালাহউদ্দীন মিনা বলেন, সরকার ২০৪১ সালের মধ্যে ৪০ ভাগ বিদ্যুৎ নবায়নযোগ্য মাধ্যম ব্যবহার করে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এদিক থেকে আমার উদ্ভাবনটি কম খরচে নবায়নযোগ্য মাধ্যম ব্যবহার বিদ্যুৎ উৎপাদনে সহায়ক ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, সহকারী অধ্যাপক সালাহউদ্দীন মিনার কো-অথর হিসেবে ৫টি গবেষণা প্রবন্ধ হাই ইমপ্যাক্ট, এসসিআই জার্নালে প্রকাশিত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত