Ajker Patrika

ব্যাটিং ব্যর্থতার ব্যাখ্যা দিলেন সিডন্স

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১১: ১৮
ব্যাটিং ব্যর্থতার ব্যাখ্যা দিলেন সিডন্স

১১ মাস পর টেস্টে ফেরা তামিম ইকবাল ইঙ্গিত দিয়েছিলেন লম্বা একটা ইনিংস খেলার। তিনি ফিরলেন ফিফটির আক্ষেপ নিয়ে। দক্ষিণ আফ্রিকার রানপাহাড়ের জবাবে ভালো গতিতেই এগোচ্ছিলেন বাঁহাতি ওপেনার। বল আর ব্যাটের ঠিকঠাক মেলবন্ধন না হলেও ওয়ানডে মেজাজে ছুটছিলেন অভিজ্ঞ ওপেনার। ব্যাটের কানায় লাগা বলে যেভাবে বেঁচে যাচ্ছিলেন তামিম, একটা বড় ইনিংস পাওনাই হয়ে গিয়েছিল তাঁর কাছে। কিন্তু তিনি ফিরলেন হাফ সেঞ্চুরি থেকে ৩ রান দূরে থাকতে। উইয়ান মুলডারের বলে এলবিডব্লু হয়ে ফেরেন তামিম।

তামিম ফিরেছেন আক্ষেপ নিয়ে, যা পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে রূপ নিয়েছে হতাশায়। দারুণ একটা শুরুর পর হুড়মুড়িয়ে পড়েছে বাংলাদেশের ব্যাটিং অর্ডার। তামিম তবু কিছু রান করে গেছেন, কিন্তু হতাশায় ডুবিয়েছেন তাঁর সতীর্থ ব্যাটাররা। ডারবান টেস্টের সেঞ্চুরিয়ান মাহমুদুল হাসান জয় গতকাল ফিরেছেন কোনো রান না করেই। নাজমুল হোসেন শান্ত তাঁর পথ ধরলেন উইকেটে থিতু (৩৩) হওয়ার পর।

এই টেস্টের আগে প্রশ্ন উঠেছিল মুমিনুল হকের পারফরম্যান্স নিয়ে। বাংলাদেশ টেস্ট অধিনায়ক যদিও দাবি করেছিলেন, নিজের ফর্ম নিয়ে মোটেও চিন্তিত নন তিনি। কিন্তু ৬ রান করে উইয়ান মুলডারের বলে বাংলাদেশ অধিনায়ক যেভাবে এলবিডব্লু হলেন, তাতে পরিষ্কার ছন্দে ফেরার আরও ভালো উপায় বের করতে হবে তাঁকে। আর ওলিভিয়ারের ভেতরে ঢোকা বলে দারুণ ছন্দে থাকা লিটন দাসের বোল্ড হওয়াটা নিশ্চিত কপালে চিন্তার ভাঁজ ফেলবে দলের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স কিংবা প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর।

দক্ষিণ আফ্রিকা সফরে সবচেয়ে প্রশংসিত হয়েছে বাংলাদেশের বোলিং। ওয়ানডে সিরিজে দুর্দান্ত খেলেছেন পেসাররা। টেস্টে ভালো করেছেন স্পিনাররাও। ডারবান টেস্টে হারলেও বাংলাদেশ কিন্তু ২০টি উইকেট নিয়েছিল প্রতিপক্ষের। এ টেস্টেও প্রতিপক্ষকে একবার অলআউট করেছেন তাঁরা। কিন্তু ব্যাটাররা সে অনুযায়ী প্রত্যাশার প্রতিদান দেওয়ার পথে পা হড়কালেন। প্রোটিয়াদের ৪৫৩ রানের জবাব দিতে নেমে ৫ উইকেটে ১৩৯ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। অথচ একটা পর্যায়ে ৮২ রানে ১ উইকেট ছিল দলের।

তামিমের আউটেই নেমে আসে ব্যাটিং বিপর্যয়। তাঁর আউটটাই বেশি হতাশ করেছে দলকে। দিনের খেলা শেষে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স কোনো রাখঢাক না রেখেই বলে দিলেন, ‘আমার মনে হয়, তামিম চার মেরে ফিফটি ছুঁতে চেয়েছিল। সে ভুলে গিয়েছিল, পুরো ইনিংস কীভাবে খেলেছে। সে দারুণভাবে সোজা ব‍্যাটে খেলে যাচ্ছিল। ওর আগ্রাসী ব‍্যাটিং (দক্ষিণ আফ্রিকার) বোলারদের চাপে ফেলে দিয়েছিল, ওটা অসাধারণ ছিল। আমাদের ড্রেসিংরুম নির্ভার হয়ে উঠেছিল। আমার মতে ৪৭ রান পর্যন্ত সে ভালো খেলেছে। আরও ভালো হতো, যদি এভাবে চালিয়ে যেতে পারত।’

পরের ওভারে তামিমের মতোই আউট হলেন নাজমুল হোসেন শান্ত। থিতু থাকা দুই ব্যাটার ফেরার পর টিকতে পারলেন না অধিনায়ক মুমিনুলও। আউট হওয়ার পর দুজনের সঙ্গেই আলাদাভাবে কথা বলেছেন সিডন্স। দুজনের আউটকেই মানসিক ও কৌশলগত ভুল হিসেবে ব্যাখ্যা দিলেন অস্ট্রেলিয়ান কোচ। তিনি বলেছেন, ‘তারা দুজনই বল লেগে ঠেলে পাঠাতে চেয়েছিল। আমি ওদের বলেছিলাম, এসব ক্ষেত্রে পা সামনে বাড়িয়ে বল যেখান থেকে এসেছে সেখানে ফেরত পাঠাতে। এ নিয়ে আমাদের কাজ করা দরকার। এটা একটা মানসিক ও কৌশলগত ভুল, যা সহজেই ঠিক করা যায়। বোলিংয়ের সময় রাউন্ড দ্য উইকেটে আউট হওয়া উচিত নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত