রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
সমঝোতা চুক্তিবলে খাগড়াছড়ির রামগড়-সাবরুম সীমান্তের ফেনী নদী থেকে ১ দশমিক ১৮ কিউসেক পানি উত্তোলন করতে চাইছে ভারত। এ জন্য ফেনী নদী পরিদর্শন করেছে বাংলাদেশের যৌথ নদী কমিশনের (জেআরসি) একটি প্রতিনিধিদল। গতকাল শুক্রবার দুপুরে প্রতিনিধিদল রামগড়ে আসে। পরে বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-সংলগ্ন ভারতীয় এলাকায় বৈঠকে বসে।
জানা গেছে, সীমান্তবর্তী ফেনী নদীর মাঝখানে কূপ খনন করে ১ দশমিক ৮২ কিউসেক পানি উত্তোলন করে নিতে চাচ্ছে ভারত। আগের সমঝোতা অনুযায়ী পাইপের মাধ্যমে এই পানি নিতে চাওয়া হচ্ছে। নদীপ্রবাহের ভারতীয় অংশে না করে মধ্যবর্তী স্থানে কূপ খননের প্রস্তাবনার বিষয়ে প্রকৌশলগত যথার্থতা খতিয়ে দেখতে পরিদর্শনে আসে ওই প্রতিনিধিদল।
বাংলাদেশের পক্ষে ১৫ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত প্রধান প্রকৌশলী হলেন মো. রমজান আলী প্রামাণিক। প্রতিনিধিদলের সদস্য হিসেবে আরও ছিলেন বাংলাদেশ যৌথ নদী কমিশনের সদস্য মাহমুদুর রহমান, পাউবোর চট্টগ্রাম শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবেন্দু খাস্তগীর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. জীবন কুমার সরকার, প্রকল্প পরিচালক নবকুমার চৌধুরী, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব এস এম সরোয়ার কামাল, রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আনোয়ারুল মাজহার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাতসহ অন্যরা। অন্যদিকে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দক্ষিণ ত্রিপুরার জেলা শাসক ও সমাহর্তা সাজু ওয়াহিদ।
২০১২ সালে ভারতের ত্রিপুরার সাবরুম শহরে খাওয়ার পানির সংকট মেটাতে ফেনী নদী থেকে ১ দশমিক ৮২ কিউসেক পানি উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীকালে ২০১৯ সালের অক্টোবরে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে সমঝোতা স্মারক সই হয়।
সমঝোতা চুক্তিবলে খাগড়াছড়ির রামগড়-সাবরুম সীমান্তের ফেনী নদী থেকে ১ দশমিক ১৮ কিউসেক পানি উত্তোলন করতে চাইছে ভারত। এ জন্য ফেনী নদী পরিদর্শন করেছে বাংলাদেশের যৌথ নদী কমিশনের (জেআরসি) একটি প্রতিনিধিদল। গতকাল শুক্রবার দুপুরে প্রতিনিধিদল রামগড়ে আসে। পরে বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-সংলগ্ন ভারতীয় এলাকায় বৈঠকে বসে।
জানা গেছে, সীমান্তবর্তী ফেনী নদীর মাঝখানে কূপ খনন করে ১ দশমিক ৮২ কিউসেক পানি উত্তোলন করে নিতে চাচ্ছে ভারত। আগের সমঝোতা অনুযায়ী পাইপের মাধ্যমে এই পানি নিতে চাওয়া হচ্ছে। নদীপ্রবাহের ভারতীয় অংশে না করে মধ্যবর্তী স্থানে কূপ খননের প্রস্তাবনার বিষয়ে প্রকৌশলগত যথার্থতা খতিয়ে দেখতে পরিদর্শনে আসে ওই প্রতিনিধিদল।
বাংলাদেশের পক্ষে ১৫ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত প্রধান প্রকৌশলী হলেন মো. রমজান আলী প্রামাণিক। প্রতিনিধিদলের সদস্য হিসেবে আরও ছিলেন বাংলাদেশ যৌথ নদী কমিশনের সদস্য মাহমুদুর রহমান, পাউবোর চট্টগ্রাম শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবেন্দু খাস্তগীর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. জীবন কুমার সরকার, প্রকল্প পরিচালক নবকুমার চৌধুরী, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব এস এম সরোয়ার কামাল, রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আনোয়ারুল মাজহার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাতসহ অন্যরা। অন্যদিকে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দক্ষিণ ত্রিপুরার জেলা শাসক ও সমাহর্তা সাজু ওয়াহিদ।
২০১২ সালে ভারতের ত্রিপুরার সাবরুম শহরে খাওয়ার পানির সংকট মেটাতে ফেনী নদী থেকে ১ দশমিক ৮২ কিউসেক পানি উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীকালে ২০১৯ সালের অক্টোবরে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে সমঝোতা স্মারক সই হয়।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৩ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৩ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৩ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫