Ajker Patrika

ফেনী নদীর পানি উত্তোলনের যথার্থতা পরিদর্শনে জেআরসি

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ০১
ফেনী নদীর পানি উত্তোলনের যথার্থতা পরিদর্শনে জেআরসি

সমঝোতা চুক্তিবলে খাগড়াছড়ির রামগড়-সাবরুম সীমান্তের ফেনী নদী থেকে ১ দশমিক ১৮ কিউসেক পানি উত্তোলন করতে চাইছে ভারত। এ জন্য ফেনী নদী পরিদর্শন করেছে বাংলাদেশের যৌথ নদী কমিশনের (জেআরসি) একটি প্রতিনিধিদল। গতকাল শুক্রবার দুপুরে প্রতিনিধিদল রামগড়ে আসে। পরে বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-সংলগ্ন ভারতীয় এলাকায় বৈঠকে বসে।

জানা গেছে, সীমান্তবর্তী ফেনী নদীর মাঝখানে কূপ খনন করে ১ দশমিক ৮২ কিউসেক পানি উত্তোলন করে নিতে চাচ্ছে ভারত। আগের সমঝোতা অনুযায়ী পাইপের মাধ্যমে এই পানি নিতে চাওয়া হচ্ছে। নদীপ্রবাহের ভারতীয় অংশে না করে মধ্যবর্তী স্থানে কূপ খননের প্রস্তাবনার বিষয়ে প্রকৌশলগত যথার্থতা খতিয়ে দেখতে পরিদর্শনে আসে ওই প্রতিনিধিদল।

বাংলাদেশের পক্ষে ১৫ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত প্রধান প্রকৌশলী হলেন মো. রমজান আলী প্রামাণিক। প্রতিনিধিদলের সদস্য হিসেবে আরও ছিলেন বাংলাদেশ যৌথ নদী কমিশনের সদস্য মাহমুদুর রহমান, পাউবোর চট্টগ্রাম শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবেন্দু খাস্তগীর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. জীবন কুমার সরকার, প্রকল্প পরিচালক নবকুমার চৌধুরী, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব এস এম সরোয়ার কামাল, রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আনোয়ারুল মাজহার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাতসহ অন্যরা। অন্যদিকে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দক্ষিণ ত্রিপুরার জেলা শাসক ও সমাহর্তা সাজু ওয়াহিদ।

২০১২ সালে ভারতের ত্রিপুরার সাবরুম শহরে খাওয়ার পানির সংকট মেটাতে ফেনী নদী থেকে ১ দশমিক ৮২ কিউসেক পানি উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীকালে ২০১৯ সালের অক্টোবরে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে সমঝোতা স্মারক সই হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত